আমাদের কথা খুঁজে নিন

   

সেরাকন্ঠের গান ও অভিনয়ে পুরানো দিনের বাংলা ছবির গানের... মেরেছে শাইক্কা



বিস্ময়কর এক ঘটনা ঘটিয়েছে আজ চ্যানেল আই! এই টিভি চ্যানেলের এক পরিচালক শাইক সিরাজ তার নিজের পরিকল্পনা ও উপস্থাপনায় বাংলাদেশী ও বাঙ্গালী চলচিত্রের স্বর্ণযুগ খ্যাত ৬০ দশকের শেষভাগের সুন্দর সুন্দর গান ও অভিনয়কে বিকৃত ও রেপ করে ছেড়েছেন। সেরাকন্ঠের সোনালী ফ্রেমে (নামটি একটু ভূল হতে পারে) নামের এক অনুষ্ঠানে শাইক সিরাজ ৬০ দশকের চলচিত্র ও গান, যে গানগুলোর মধ্যে বাংলার গানের নিজস্ব ধারা ছিল বলে মনে করা হয়, তাকে অপমান করা হয়েছে। উপস্থাপক বোদ্ধা (!) শাইক সিরাজ রুচিবোধটাই ভাবেন, সুট-টাই পরে এসেছিলেন তিনি পুরানো দিনের নষ্টালজিক গানগুলো উপস্থাপনে। আর রাজ্জাক-কবরীর সেই বিখ্যাত মিষ্টি প্রেমের অভিনয় ও গানগুলো যারা গেলেন, ধরে নিলাম তাদের কন্ঠ ভাল, বিশেষত টিভি চ্যানেলটি যেহেতু তাদের সেরা কন্ঠ বানিয়েছে। কিন্তু তাদের ওই চেহারায় কেন বাবা রূপবানের অভিনয় করাতে হবে।

তারা কি অভিনেতা-অভিনেত্রী? আমি অনুষ্ঠানটি দেখতে শুরু করে রাগ করে শেষ পর্যন্ত টিভি বন্ধ করতে বাধ্য হয়েছি। যখন শাইক্কার কন্ঠে শুনলাম শুটিং করতে গিয়ে চিনাবাদাম খুজে না পেয়ে শেষ পর্যন্ত ইটের টুকরা অর্থাৎ শুড়কি দিয়ে বাদামের খোসা ছাড়ানো দেখাতে হয়েছে। আর এই ইটের টুকরা যাতে না দেখা যায়, সেটা করতে ক্যামেরার বিশেষ কসরৎও নাকি করতে হয়েছে। শালা ভন্ড, বাংলাদেশের কোন এলাকাতে চিনাবাদাম পাওয়া যায় নারে? অনুষ্ঠাটি যারা দেখেননি তাদের জন্য একটু ভেঙ্গে বলি। শাইক সিরাজের সেকি বর্ণনা! কবরী কি দুল পরেছিলেন, কোন শাড়ী তার চেক কি মেলাতে কোথায় গিয়েছিলেন, রাজ্জাকের সোয়েটারের রং মিলিয়ে কোনো সোয়েটার পাওয়া গেল না অতঃপর নিট গেঞ্জি বানিয়ে পরানো হলো একালে গায়ক+ নায়ককে।

(মাপ করবেন-চল ভাঙ্গা চুপরা কুমারকে রাজ্জাক আর বেখাস্তা ডেফসিকে কবরী বানানোর দায় অবশ্যই একালের এসব কমলমতি গায়ক-গায়িকা ছেলে-মেয়েদের নয়। ) কিন্তু শাইক্কা উপস্থাপন করে চললেন, ......রাজ্জাক-কবরী এই গানটির শুটিং করেছিলেন রমনার লেকের ধারে। কিন্তু ৬৯ এর সময়ের সেই লেক এখন নেই। তাই অনেকটা মিল খুঁজে তারা অভিনয় করতে গেলেন জাহাঙ্গীর নগরের লেকের ধারে। গানের দৃশ্যে রাজ্জাক কবরীকে চিনাবাদামের ছোকলা ছাড়িয়ে দিচ্ছিলেন।

কিন্তু কোথাও নাকি চিনাবাদাম না পেয়ে ইটের খোয়া দিয়ে বাদাম বানাতে হয়েছে। বোঝেন শালার অনুষ্ঠান। এরপর আর অনুষ্ঠান দেখা যায়? শালা শাইক্কার বাচ্চা ৬০ দশকের নষ্টাল্জিক ও সেরা গানগুলোর পোদ মেরে ছেড়েছে। এই অপরাধে ওর সাজা হওয়া উচিত।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।