আমাদের কথা খুঁজে নিন

   

পাজলঃ বক্সের ভিতরে ৪ জোড়া সংখ্যাকে একটি আরেকটির সাথে জুড়ে দিন কোনটার সাথে ক্রস না করে।



মতিঝিল থেকে মিরপুর। স্টাফ বাসে অফিস থেকে বাসা পর্যন্ত আসতে পৌনে দুই ঘন্টা থেকে দুই ঘন্টা একটা প্রাত্যহিক ঘটনা। বাসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, কথাবার্তা হয় এবং এভাবেই গন্তব্যে পৌছে যাই। যাই হোক সেদিন কথাবার্তার মধ্যে আমাকে এক কলিগ কাগজে ৪ জোড়া সংখ্যা একটি স্কয়ারের মধ্যে লিখে বলল, পারলে এটা মিলান? অর্থাৎ ১ এর সাথে ১, ২ এর সাথে ২, ৩ এর সাথে ৩ এবং ৪ এর সাথে ৪ এভাবে রেখা একে সংযোগ করা। আমি অনেকভাবেই ঐদিন চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হলাম।

পরের দিন বাসে বসে আবার ট্রাই করছি কিন্তু মিলাতে পারলাম না। এটা দেখে রবিউল ভাই নামে আরেক কলিগ (যে কিনা এসব কুইজ ফুইজের ব্যাপারে ব্যাপক ইন্টারেস্ট)আমার কাছ হতে কাগজটা নিল। আমি বললাম বিষয়টা অত সহজ নয়। আমি অনেক চেষ্টা করেছি। সে বলল দেখাই যাক না।

আমাকে এবং আমার কুইজদাতাকে (প্রসেনজিত মল্লিক) অবাক করে ১০ মিনিটের মধ্যে সমাধানটা দিয়ে দিল। তখন সমাধান দেখে তখন মনে হয়েছিল যে, সমস্যাটি সহজ কিন্তু কেন পারলাম না? যাই হোক আপনাদের কাছে সমস্যাটি কেমন কঠিন মনে হয়? আজকে সমস্যাটি কম্পিউটারে লিখে আপনাদের জন্য আপলোড করলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।