আমাদের কথা খুঁজে নিন

   

ঘুড়ায় কায় সিমাই গাধায় কয় মিয়াও

আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়

এক মুসলমান ঘুড়া রুজার মাসে পুরা রুজা রাইকা বিশেষ ধরনের এট্টা কর্ম কইরা ফেলচে। তা দেইক্যা অইন্য ঘুড়ারা বেশ লজ্জা পাইয়া রুজা শেষে নিপাল চইলা গেলো ইদ করতে। ওইদিকে ইদের দিন ঘুড়ায় আফগানিস্তান থেইক্যা নামাজ পইরা আইবার পথে ইরান থেইক্যা এক প্যাকেট সিমাই কিন্না আনলো। বাসায় ফিরা ঘুড়া বিলাইরে এট্টা ফুন করলো, কইলো ওই বিলাই সিমাই কেমনে বানায় আমারে ফুনে ক আমি সিমাই বানামু। বিলাই তারে ফুনের উপরে কেমনে কি করতে হইবো সব কইলো: ১. ১০কেজি ওলা হান্ডি ২. ১৫ কেজি সিমাই ৩. ২০ লিটার দুধ ৪. ৩০ কেজি চিনি ৫. ৭ কেজি লবন ৬. ৩ কেজি কিচমিস ৭. ১০০ তেজপাতা ঘুড়ার কাছে শুধু সিমাই আর কিচু নাই, ঘুড়ায় এইগুলার লিস্ট বানাইয়া গাধারে কইলো বাজার থেইক্যা লইয়া আইতে।

গাধা ৫ ঘন্টা পর সব জিনিস লইয়া আইলো। ঘুড়া আবার বিলাইরে ফুন করলো। বিলাই তারে সিমাই রন্ধন প্রনালী কইলো। ঘুড়া সিমাই রাইন্ধা মনের সুকে খাইতাচে, আর বিলাইরে ফুন করছে সৌজ্যনতামুলক ভাবে কইলো তুর বাড়ীত সিমাই পাটামু? বিলাই কয় না আমি দাওয়াতে যাইতাছি মাসীর বাড়ীত পরে আইয়া খামুনে। ঘুড়া খানা খাইয়া একটু বিশ্রাম করতে গেলো।

বিকালে উইটা আবার সিমাই কাইতে গেলো। সিমাই কাইতে গিয়া হুনে মিয়াও মিয়াও শব্দ আইতাছে... ঘুড়া কয় ওইখানে কেরে? আবারো শব্দ আহে মিয়াও মিয়াও... ঘুড়া এইবার বিলাইরে ফুন করলো আবার... বিলাই কয় না আইজকা মাসীর বাড়ীত থাইক্যা যামু এইহানে ইদ উপলক্ষে বরোলুকেরা হাড্ডি দিতাছে। ঘুড়া বুঝতে পারছে এই মিয়াও মিয়াও কে করতাছে। ঘুড়া বাড়ীর পিছন দিক দিয়া আইয়া গাধার গোয়ায় দিলো এক লাথ্থি, হারামীর বাচ্ছা পুরা সিমাইয়ের হান্ডি শেষ কইরা ও আবার মিয়াও মিয়াও চোদাও.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.