আমাদের কথা খুঁজে নিন

   

কবিয়ানা> সায়ানের গান

আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়

সায়ানের ওয়েব সাইট দেখছিলাম তাতে কবিয়ানা এই গানটি শুনলাম ভীষন ভাল লেগেছে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম কবির হবে স্বভাব এলোমেলো কবির মাথায় অবিন্যস্ত চুল এই পৃথিবী দেখছে স্নেহের চোখে কবির ঘরের, কবির ঘরের দেয়াল জোড়া ঝুল কবির কোনো নিয়ম মানতে নেই কবির নিয়ম কবির ব্যক্তিগত কবিকে কেউ বিরক্ত কোরো না কারণ সে নয় তোমার আমার মত মাথার ভেতর ছন্দমিলের চাপ কবির জন্যে সময় হলো রাত মিলের মধ্যে খুব বড়জোর এই তাকেও টানে গরম ঘি'য়ের ভাত সময় দিয়ে সময় রাখতে নেই কারণ কবি ভীষণ সময় ভোলা তবু আমার ঝাল থাকেনা, ঝাল থাকেনা কিছু দেখতে পেলে কবির কাঁধের ঝোলা কবির তো নেই নাওয়া-খাওয়ার ঠিক রুচি হলে কালে-ভদ্রে স্নান কবির ঘরে কয়েক রকম ধোঁয়া শুকনো, ভেজা, নিদেনপক্ষে পান কবির পোশাক ছিন্ন নাহয় ম্লান মধ্যরাতে কবির বাড়ি ফেরা কবির সঙ্গে মানিয়ে যাবে সব কবিকে কেউ করবে না তো জেরা লক্ষণ সব যাচ্ছে মিলে, যাচ্ছে মিলে ঠিকই কবিয়ানা দেখছি ষোলো আনা কিন্তু কোথায় কবিতারা কই গেলোরে কই খুঁজে কেন পাচ্ছিনা নিশানা কবিয়ানা ভালই তোমার রপ্ত আছে জানি এবার তবে কলম ধরো, লিখতে বসো খোকা মানুষ কিন্তু, বুঝেছো তো, চালাক বনে গেছে আজ না হলেও কালকে ঠিকই বুঝবে তোমার ধোঁকা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.