আমাদের কথা খুঁজে নিন

   

My Photography



আমার জন্মের পর থেকে কলেজে পড়া পর্যন্ত আমার সব ছবি তুলে দিতেন আমার মেঝ মামা। আমার মামা খুবই ভাল একজন Photographer । ছোট বেলা থেকেই ক্যামেরা দেখতে দেখতে বড় হয়েছি। কিন্তু নিজের হাতে ক্যামেরা ধরে দেখার সুযোগ হয় আমার আম্মু ক্যামেরা কেনার পর। ঐ ক্যামেরা দিয়ে ছবি তোলা আমার কখনওই হয়নি, আর কখনও হবেও না।

যাই হক........ ছবি তুলতে না পারলেও ছবি দেখার শখটা আমার বরাবরের মতই ছিল। এটাও সত্যি কোনো Photography Exhibition যাইনি। তাই বলে আমার ইচ্ছে কিন্তু এক বিন্দুও কমেনি। কোথাও গিয়ে ছবি দেখতে পারিনি তাতে কি? এখন Internet যুগ, চাইলেই সব কিছু হাতের নাগালে। হ্যা আমি ইন্টারনেটে Search করে অনেক ছবি দেখেছি।

বলতে গেলে ছবি দেখে দেখে আমার ছবি তোলা শেখা। কিন্তু সমস্যা একটাই, ক্যামেরা নেই আমার। শেষ পর্যন্ত একটা ক্যামেরা পাওয়া গেল, মনে মনে আমি খুব খুশি এবার আমার ভাল কিছু ছবি তোলা হবে। কিন্তু বাধা হয়ে দাড়াল সময়। পড়াশোনার চাপে সময় আর সুযোগ হচ্ছিল না।

তারপরও একটু সুযোগ পেয়েই ছবি তুলেছি। আশা করি আমার এই ছবি গুলো হয়ত আপনাদের ভাল লাগবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।