আমাদের কথা খুঁজে নিন

   

পরাবাস্তবতাবাদ: সালভেদর দালি প্রসঙ্গ

ক্যাচালমুক্ত ব্লগ চাই পরাবাস্তবতা কী এতই সোজা??? সালভেদর দালি হইতে চাস??? স্প্যানিশ চিত্রকর সালভেদর দালি। অসাধারণ সব পরাবাস্তব চিত্রকর্ম এঁকে তিনি বিশ্ব নাড়িয়ে দিয়েছিলেন। ১৯২০ থেকে শুরু হওয়া র্মডানিজমের অংশ স্যুররিয়ালিজমের শক্তিশালী শিল্পী ছিলেন সালভেদর দালি। কেমন ছিল তার স্যুররিয়াল দীক্ষা? শৈশবে কেমন ছিলেন এই শিল্পী? তার র্বণনা পাওয়া যাবে তার আত্মজীবনীতে। লিখেছেন... Behind the partly open kitchen door I would hear the scurrying of those bestial women with red hands; I would catch glimpses of their heavy rumps and their hair straggling like manes; and out of the heat and confusion that rose from the conglomeration of sweaty women, scattered grapes, boiling oil, fur plucked from rabbits' armpits, scissors spattered with mayonnaise, kidneys, and the warble of canaries—out of that whole conglomeration the imponderable and inaugural fragrance of the forthcoming meal was wafted to me, mingled with a kind of acrid horse smell দালি কিউবিজম, ফিউচারিজম, পিউরিজম নিয়ে পরীক্ষা করেছিলেন তার শিল্পকর্মে।

অতঃপর স্থায়ী হন পরাবাস্তবতায়। অনেকে বলত তিনি কিউবিজম বুঝতেন না। যাইহোক, ১৯২৯ সালে দালি তার বন্ধু লুইস বুনিয়েল এর সাথে একটা "পুরোধা" ছোট চলচিত্র Un Chien andalou (An Andalusian Dog ) বানান যাতে ক্রমানুসারে কিছু অব্যাখ্যাত হিংস্রতা আর পচনরত মৃতদেহের ছবি দেখানো হয়। এই ছবি তাকে খ্যাতি এনে দেয় আর প্যারিসে যাওয়ার সুযোগ করে দেয়। বিশেষত, তখনকার পরাবাস্তবতাবাদীরা তাকে লক্ষ্য করে এবং তাকে সাদরে তাদের শিল্পসমাজে অন্তর্ভুক্ত করে নেয়।

পরাবাস্তব আন্দোলনের সদস্য হিসেবে দালির অদ্ভুত আচরণ আর উদ্ভট চিত্রকর্ম প্রসংশিত হয় তখনকার পরাবাস্তবতাবাদীদের কাছে। সেখানে René Magritte আর Hans Arp দের মত শিল্পীদের সাথে পরিচিত হন তিনি। সেই সাথে তার দেখা হয় পরাবাস্তবতাবাদী লেখক, writer Paul Eluard এর স্ত্রী Galaর সাথে। বয়সের ফারাক সত্বেও তারা খুব দ্রুত আপন হয়ে যায় এবং পরর্বতীতে তারা বিয়ে করে। Gala ই দালির শিল্পকর্মের উৎসাহদাত্রী ছিলেন।

পরাবাস্তবতার উৎসাহ দালি পেয়েছিলেন অন্য স্যুররিয়ালিস্টদের মতই সিগমুন্ড ফ্রয়েডের কর্ম থেকেই। অবচেতনা ধারণাটি দালি চমৎকার ভাবে অনুসরণ করেন। দালি স্প্যানিশ ভাষায় অনুদিত ফ্রয়েডের গবেষণা পড়ে প্রচন্ডভাবে আকৃষ্ট হন আর পরে ‘paranoic-critical method’ নামে একটি পরাবাস্তব বস্তুবাদের ধারণা প্রতিষ্ঠিত করেন তার শিল্পকর্মে। দালি পরাবাস্তবতা সংঘের সাথে সম্পর্কযুক্ত থাকলেও পরবর্তিতে তাদের মধ্যে ঝামেলা হয়, বিশেষত দালি আত্মপ্রচার, নিজেকে পরাবাস্তব সংঘের কার্যক্রম থেকে দূরে রাখা বা তার অর্থ সম্পর্কিত প্রচারণার জন্য (একবার দালি এক কাচের জারে নগ্ন হয়ে দাড়িয়েছিলেন প্রচারণার কাজে ) তাকে অনেক সমালোচনার শিকার হতে হয়। পরাবাস্তবতাবাদী সংঘের প্রতিষ্ঠাতা André Breton তাকে "Avida Dollars" ডাকনাম প্রদান করেন।

'৩৯ এ তিনি এ সংঘ থেকে আনুষ্ঠানিক বিদায় নেন। পরবর্তী সারাজীবন তিনি স্বাধীন শিল্পী হিসেবে কাজ করেন। ২য় বিশ্বযুদ্ধের ডামাডোলে দালি ও গালা যুক্তরাস্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি হিচককের মত পরিচালকদের সাথে কাজ করেন। সিম্বলিজম দালির চিত্রকর্মে প্রায়শই দেখা যায়।

লম্বা পাযুস্ত হাতি বা গলে যাওয়া ঘড়ি। বিজ্ঞানের তখনকার নতুন আবিষ্কার আইনস্টাইনের থিউরী অব রিলেটিভিটি তখনকার সময়ে যে শিল্পধারার সৃষ্টি করেছিল তা দালিও অনুসরণ করেছেন। কোয়ান্টাম মেকানিক্স বা আনসার্টেনিটি প্রিন্সিপাল তার শিল্পে ব্যবহার করেছেন তিনি। অদ্ভুত। ।

। দালি বলেন.."I am painting pictures which make me die for joy, I am creating with an absolute naturalness, without the slightest aesthetic concern, I am making things that inspire me with a profound emotion and I am trying to paint them honestly." (Dawn Ades, Dalí and Surrealism.) দালি একাধারে ভাষ্কর, চিত্রকর, চলচিত্রকার, চিত্রগ্রাহক, স্থপতি, সাহিত্যিক, গ্রাফিক আর্টিস্ট ছিলেন। দালি তার নিজের মৃত্যু বিশ্বাস করতেন না বলে এক ইন্টারভিউতে বলেছিলেন। একুশ শতকের অন্যতম আশ্চর্যয চরিত্র সালভেদর দালি পরর্বতিতে অনেক শিল্পীকেই উৎসাহিত বা প্রভাবিত করেছেন। পরাবাস্তবতাবাদী এ শিল্পীকে শ্রদ্ধা।

দালির কিছু চিত্রর্কম: The Persistence of Memory Metamorphosis of Narcissus Dream Caused by the Flight of a Bee Around a Pomegranate a Second Before Awakening ও একটা তথ্য... আমাদের বাংলাদেশের গর্ব এস এম সুলতান এর ছবি পিকাসো, দালির সাথে চিত্রপ্রদর্শনীতে স্থান পায়!! তার সম্পর্কে জানতে # Click This Link # Click This Link # Click This Link # http://www.abcgallery.com/D/dali/dalibio.html # http://thedali.org/home.php  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.