আমাদের কথা খুঁজে নিন

   

ভাল থাকুন সব সময়



ঢাকাশহর থেমে আছে । ঈদের ব্যাস্ততা সবার মধ্যে। কেউ কেউ প্রয়োজনীয় বাজার সারার ব্যাস্ততায় ছুটে বেড়াচ্ছেন ঢাকাশহর । আসলে কি ছুটে বেড়াচ্ছেন! না ,মোড়ে মোড়ে মোড়ে থেমে থাকছেন ঘন্টার পর ঘন্টা। কোথাও কোথাও এম্বুলেন্স সাইরেন বাজাচ্ছে,মৃত্যু মুখে পতিত হওয়া মানুষটি এবং তার আত্মীয় স্বজনরা ভাবছেন কখন জ্যাম ছাড়বে।

মনে হয় দেশে কোন আইনশৃংখলাই নেই। কিছু রিক্সা,গাড়ির ড্রাইভাররা প্যাঁচ খেলছে। ট্রাফিকরা নিয়ন্ত্রনের চেষ্টা করছেন কোথাও কোথাও কিন্তু পরিবার পরিকল্পনার প্রজেক্টের মতই ভেস্তে যায় তাদের চেষ্টা। মানুষগুলোর দিকে তাকালে তবু কিন্তু কেউ রেগে আছে মনে হয় না। ঈদের চাওয়া পাওয়া নিয়ে ব্যাস্ত আছেন বলেই কিনা।

অফিস আদালতে ঈদের পাওয়ার চেষ্টা চলছে পুরোদমে। চারদিকে তাই ধরমার কাট চলছে। রাজনীতিতে চলছে ছাড় ছাড়। সামনে নির্বাচন তাই সব অপরাধীদের ছেড়ে দেয়া হচ্ছে। পকেট ভরানোর,ক্রাইমের,জ্যামের স্পেশাল এই সময়ে মনটাকে অনিচ্ছা সত্বেও ভাল রাখতে দরকার এতটুকু আন্তরিকতা।

আসুন সবাই ভাল থাকি সবসময়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।