ছবি কথা বলে
ঠিক আজ থেকে দু'বছর আগে। আমার ঘর আলোকিত হল। পৃথিবীতে এলো আমাদের দীঘি। দিনটি ছিল রোববার। সময় বেলা এগারটা ৩০ মিনিট।
চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মেমন হাসপাতালে আমাদের পরিবারের সবার অপেক্ষার পালা শেষ। ডাক্তার এসে জানালেন, আপনি বাবা হয়েছেন। আপনার মেয়ে হয়েছে। মনে মনে মহান সৃষ্টির কর্তা আল্লাহ রাব্বুল আলামীনের কাছে শোকরিয়া জানালাম। একটু পরে ডাক্তার সদ্য জন্ম নেওয়া দীঘিকে দেখালেন।
দীঘিকে প্রথম দেখে আমার যে কি আনন্দ লেগেছে তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার প্রথম সন্তান আমার দীঘি এখন দু'বছরের শিশু। অফিস থেকে ফিরতে দেরি হলে তার মায়ের কাছ থেকে সেল ফোন নিয়ে বাসায় ফেরার তাগাদা দেয়। বলে 'বাবা বাতায় (এখনো সে বাসা বলতে পারে না) আসো'।
আগামীকাল বেলা সাড়ে এগারটায় দীঘি দু'বছর ফেলে তিন বছরে পা দেবে।
সকলে দোয়া করবেন আমার দীঘির জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।