প্রজাহিতৈষী জ্ঞানদীপ্ত স্বৈরতন্ত্রঃ
মুঘল সম্রাটরা ১৫২৬ থেকে ১৮৫৭ পর্যন্ত ভারতবর্ষে রাজত্ব করেছিলেন। মুঘলেরা ভারতবর্ষে প্রতিষ্ঠা করলেন আমলাতন্ত্রের দ্বারা পরিচালিত এককেন্দ্রীভূত রাজতন্ত্র। কিন্তু তা স্বেচ্ছাতন্ত্র ছিল না। একে বলা চলে 'প্রজাহিতৈষী জ্ঞানদীপ্ত স্বৈরতন্ত্র'। মুঘলদের রাজ্য জয়ের মধ্যে সাম্রাজ্যবাদী উচ্চাশা সত্ত্বেও প্রগতিবাদী চিন্তাধারার প্রকাশ পেয়েছিল। তাদের হারেমের অন্দর মহলে আসবাব ও অলংকরণ ছিল অপূর্ব। মেঝেতে পাতা হতো নক্শা তোলা রঙিন গালিচার ওপর মখমলের মসনদ। ঝিনুক ও হাতির দাঁতের কাজ করা চন্দন কাঠের নিচু চৌকিতে বিরিয়ানি ও অন্যান্য খানাপিনা সাজানো থাকত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।