আমাদের কথা খুঁজে নিন

   

পিন(PIN) কোড ভুল, পাক(PUK) কোড চায়।

আমার এই পথ চাওয়াতেই আনন্দ............

সিম(বাংলালিংক) কার্ড ৩বার ভুল পিন কোড দিছি ! এখন পাক কোড চায়। চার বছর আগে সিম কিনেছি, কাগজ পত্র সব গায়েব। এখন আমি কি করি? আমার তো একটাই নাম্বার। মোবাইল বন্ধ হয়ে এখন বিপদে আছি। আমার কি আবার সিম তুলতে হবে? আমার সব কন্টাক্ট নাম্বার কি নতুন সিম এ থাকবে? বাংলালিংক সিম তুলতে কত টাকা লাগে কেউ জানেন? আমার কাজিন বলেছে-“এফ.এন.এফ. এবং লাস্ট রিচার্জ বলতে পারলে সিম রিপ্লেসমেন্ট করে দিবে” । রোজার দিনে নিজের ভুলে কি ফাপড়ে পরলাম বলেন তো?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৯ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।