.... যদি হয়, হবে একা একা ...
প্রথম শতাব্দিতে প্রার্থণা তিনটি উচ্চারিত হয়েছিল ফিনিশীয় নাবিকদের মুখে, যখন তাদের জাহাজটি সমুদ্রে ডুবে যাচ্ছে :
......................................................................
......................................................................
প্রথম প্রার্থনা :
কার্থেজের মাতৃভূমি, আমি বৈঠা ফেরত দিচ্ছি
দ্বিতীয় প্রার্থনা :
আমি ঘুমাই ; এখন আবার আমি বৈঠা বাই
তৃতীয় প্রার্থনা :
দেবতাগণ, দেবতার মতো আমাকে বিচর কোরো না
বরং কোরো মানুষের মতো
যাকে এই সমুদ্র চূর্ণ করেছে
.....................................................................................
.....................................................................................
* টায়ার শহর কার্থেজের মাতৃভূমি, নাবিকেরা যেখান থেকে এসেছিল
* বৈঠা প্রসঙ্গ : কেননা , ফিনিশীয়রা নিজেদের নাবিক ছাড়া আর কিছুই ভাবতে পারতো না
মহত্তম ইংরেজ কবি রুডিয়ার্ড কীপলিং তার "মানুষের রীতিনীতি" নামক গলেপ বিষয়টির অবতারণা করেছেন। গল্পটি সেইন্ট পল -কে কেন্দ্র করে রচিত।
...............................................................................................
প্রার্থনা তিনটিতে হোর্হে লুই বোর্হেস একধরণের কাব্রগুণ খুঁজে পান, যা প্রথম শতাব্দির এবং ফিনিশীয় কাব্যবোধ জনিত।
১৯৭৭ সনে বুয়েন্স এয়ারস এ বোর্হেস "পোয়েট্রি" শীর্ষক বক্তৃতায় এ বিষয়টি উল্লেখ করেন। বুয়েন্স এয়ারসে তিনি মোট সাতটি বক্তৃতা (সিরিজ বক্তৃতা) দেন। এটি (পোয়েট্রি) তার পঞ্চম বক্তৃতা।
*****
হোর্হে লুই বোর্হেস ম্যাজিক রিয়েলিজমের প্রবক্তা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।