আমাদের কথা খুঁজে নিন

   

জগতকুলের শ্রেষ্ঠ জানোয়ার

ওয়াসিকুজ্জামান অনি

একটু বাইরে যেতে হবে তাই বিছানার আলস্য ছেড়ে উঠলাম। আসলে বাইরে যাওয়া নয়- আমারই প্রযোযিত এক নাটকে অংশগ্রহন করতে আজ আমার শুনানী হবে তদন্ত কমিটির সামনে। আমি জানি তদন্তে কিছুই পাওয়া যাবেনা, আমার টিকিটিও কেউ ধরতে পারবেনা। আলমিরা থেকে বেছে বেছে শাদা পাঞ্জাবী পড়লাম এতে নিজেকে বেশ পবিত্র পবিত্র লাগে দিলে আরাম হয়। তারপর আয়নাতে গেলাম একটু চুলে চিরুনি বুলাবো বলে আয়নাতে চোখ পড়তেই আমার শরীরটা অবশ হয়ে গেলো এতো আমার মুখ নয় একার মুখ দেখছি আমি? মনে হচ্ছে লালসায় ললুপ দৃষ্টির কোন কামুক হায়নার মুখ, মনে হচ্ছে কোন ধুর্ত শেয়ালের প্রতিচ্ছবি, আর আমার পিছনে দাঁড়িয়ে আছে রুমা, ঝুমা,টুম্পা, আয়েশা আরো কত্ত মেয়ে এরা সবাই আমার ছাত্রি ছিলো। তাদের সম্ভ্রম লুটে নিয়েছিলাম আমি কি নৃশংশতায়, কেপে ছিলাম শীর্ষ সুখে। আজ কি ওরা প্রতিশোধ নেবে? আমি ভীত হই আমি চিতকার দিয়ে উঠি............ তারপর হেসে উঠি, হা হা হা হায়েনার হাসি। আরে ধুর কেউ কিছু করতে পারেনি কখনো আজো পারবেনা। আমি ছানোয়ার জগতকুলের শেষ্ঠ জানোয়ার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.