আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে
বিকৃষ্ট পরিযায়ী
------------------------------
ডাহুকের মত লুকোচুরি খেলে
রাতের বৃষ্টি
রাত্রির মীড়ে করোটি ভেদ করা
আপ্লুত নিউরনে সীমাহীন প্রলোভন।
আদিরসের বিলে মীথময় রূপালী মাছ
বহ্নি জ্বালানো আঁশটের ভাঁজে ভাঁজে
বিন্যস্ত কামনায় পাড়ে শু-ই-য়ে থাকে।
আমি----
বিকৃষ্ট পরিযায়ী--
আহত ঘুম থেকে জেগে উঠে কনিষ্ঠা।
আবেগ রাঙ্গানো স্পর্ষ সুখেরা
বিলের কাঁদায় শীৎকারে মাখামাখি;
সঙ্গমের ভাষ্কর্য গড়ি আমি ও আমরা
বাষ্পায়িত নোনা ঘামে মেঘের বুক ভারি
বৃষ্টির চলনে ত্বরন---------
বিয়োজিত কাদা-সন্তপর্নে উঁকি দেয় ত্বক
ভাষ্কর্য গলে------
শেষ বৃষ্টির ফোঁটা প্রশ্ন (?)আঁকে মীন চোখে
আমার গায়ে ফুটে উঠে ভোরের আলো।
রূপালী মাছ ডু-বে- যায়—
প্রশ্ন হারিয়ে যায়—
সুগন্ধি সাবানে দূর করি আঁশটে গন্ধ
কিন্তু __(?)
--------------------------------------
আল্লাইয়ার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।