নাইজেরিয়ার সেনাবাহিনী আজ শনিবার জানিয়েছে, তারা ইসলামপন্থী বোকো হারাম বাহিনীর ৫০ জন কর্মীকে তাড়া করে হত্যা করেছে। কয়েক দিন আগে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রামে হানা দিয়ে বোকো হারামের কর্মীরা ২০ গ্রামবাসীকে হত্যা করেছিলেন। এরপর তাঁদের ধরতে অভিযান চালানো হয়।
মাইদুগুরি প্রদেশের রাজধানী বোরনোতে সেনাবাহিনীর মুখপাত্র সগির মুসা সাংবাদিকদের বলেন, ‘সেনাসদস্যরা বোকো হারামের কর্মীদের ধরতে তাঁদের শিবির আক্রমণ করে। এ সময় বিমানবাহিনীরও সহায়তা নেওয়া হয়।
বোকো হারাম-কর্মীদের সঙ্গে সেনাদের গোলাগুলিতে কমপক্ষে ৫০ সন্ত্রাসী নিহত হয়েছে। ’
সগির মুসা বলেন, ‘ওখানে আটক গ্রামবাসীদের উদ্ধার করা হয়েছে। ’
বোকো হারাম নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। দেশটিতে এ ধরনের অনেক ছোট-বড় ইসলামি দল দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদের অন্তর্দ্বন্দ্বও প্রচুর।
বোরনোবাসী ও মানবাধিকার কর্মীরা বলছেন, দেশটির সেনাবাহিনী প্রায়ই তাদের সাফল্যের কথা ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করে। এ ধরনের সংঘাতে সেনাবাহিনীর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, তা-ও কখনো প্রকাশ করা হয় না। সাধারণ মানুষের জানমাল হারানোর খবরও মেলে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।