আমাদের কথা খুঁজে নিন

   

New Thought on Gender Discrimination!!



আমাদের department -এ নতুন গঠিত computer club এর পক্ষ থেকে ১৮/৯ তারিখে একটা ICT Festival আয়োজন করা হচ্ছে। এখানে, events গুলো ছিলো- Gaming/Programming / Software Showcasing / ICT Debate. সবই ঠিক ছিলো, কিন্তু সমস্যা বাধলো ICT Debate নিয়ে। আমরা club member-রা decide করেছিলাম যে, ICT Debate বাদে বাকী সব event থাকবে সবার জন্য উন্মুক্ত; debate-টা থাকবে শুধু মেয়েদের জন্য। তো, এই schedule-টা আমাদের yahoo group এ প্রকাশ করতেই আমাদের প্রাক্তন 6th Batch এর ভাইয়া/আপুরা এক অদ্ভুত সমালোচনা শুরু করলো। তাদের মতে, ICT Debate শুধু মেয়েদের জন্য করায় নাকি ‘Gender Discrimination’-করা হয়েছে!! শুধু তাই নয়, তারা নাকি Dhaka University-র মতো দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে এরকম মানসিকতা প্রত্যাশা করেনি! অর্থাৎ, মেয়েদের জন্য আলাদা event মানে ‘Gender Discrimination’!! এবারের বেইজিং এ অলিম্পিকে প্রায় ১৫টার মতো events ছিলো শুধু মাত্র মেয়েদের জন্য।

তারমানে, বেইজিং এর অলিম্পিক এ ‘Gender Discrimination’ করা হয়েছে! আমার মনে হয়, ভাইয়া/আপুদের উচিত হবে, তাড়াতাড়ি বেইজিং এর অলিম্পিক কমিটির সাথে যোগাযোগ করে এর প্রতিবাদ করা!! তো, আমি এক email এর reply এ মেয়েদের জন্য আলাদা event রাখার কারন হিসেবে বললাম যে, “সাধারণত দেখা যায়, খুব কম সংখ্যক মেয়েই gaming/ programming contest এ অংশ নেয়; তাই তাদের participation বাড়াতে আমরা debate-টা শুধু মেয়েদের জন্য রেখেছি। ” সেই বড় ব্যাচের ভাইয়া-আপুরা আমার কথাটার ব্যাখা করলো এভাবে, আমি নাকি বলেছি, “মেয়েরা programming contest/gaming পারে না; তাই debate শুধু তাদের জন্য”! -এরপর আমাকে group এ ভয়ানক ঝাড়ি দিয়ে বললো যে, CSEDU তে পরেও আমার মানসিকতা এতো নিচু কেনো....ইত্যাদি। আমাদের প্রোগ্রামিং কনটেষ্ট এর একটা বই (Art of programming Contest) এ একটা কথা বলা আছে, “Doing Contest is not always the sign of a good programmer; Those, who never do any contest, also a good programmer”. কেউ কোনো events এ অংশ না নেওয়ার মানে এই না যে, সে সেটা পারে না। এটা শুধু মাত্র আগ্রহের অভাবকেই নির্দেশ করে। আমি বলেছিলাম যে, “মেয়েরা সাধারণত কম অংশ নেয়” , কিন্তু তারমানে তো এই নয়, আমি বলেছি, তারা সেটা পারে না।

বরং এটা তাদের আগ্রহের অভাব। এখানে পারা/না-পারার প্রশ্নই আসছে না। কিন্তু ওই প্রাক্তন ব্যাচের ভাইয়া আপুদের কথা হলো, আমার কথায় নাকি মেয়েদের অপমান করা হয়েছে!! কিন্তু আমার প্রশ্ন হলো, যারা “মেয়েরা events এ অংশ কম নেয়” –এ কথা থেকে ধরে নেয়, “মেয়েরা কিছু পারে না” , তাহলে মানসিকতার সমস্যা কাদের, আমার নাকি তাদের?? মানুষের কথা negatively নিয়ে নিজেদের মানসিকতা অনুযায়ী ব্যাখ্যা করে আবার ঝাড়িই তাকেই দেয়। আজব অবস্থা!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।