আমাদের department -এ নতুন গঠিত computer club এর পক্ষ থেকে ১৮/৯ তারিখে একটা ICT Festival আয়োজন করা হচ্ছে। এখানে, events গুলো ছিলো- Gaming/Programming / Software Showcasing / ICT Debate.
সবই ঠিক ছিলো, কিন্তু সমস্যা বাধলো ICT Debate নিয়ে। আমরা club member-রা decide করেছিলাম যে, ICT Debate বাদে বাকী সব event থাকবে সবার জন্য উন্মুক্ত; debate-টা থাকবে শুধু মেয়েদের জন্য।
তো, এই schedule-টা আমাদের yahoo group এ প্রকাশ করতেই আমাদের প্রাক্তন 6th Batch এর ভাইয়া/আপুরা এক অদ্ভুত সমালোচনা শুরু করলো। তাদের মতে, ICT Debate শুধু মেয়েদের জন্য করায় নাকি ‘Gender Discrimination’-করা হয়েছে!! শুধু তাই নয়, তারা নাকি Dhaka University-র মতো দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে এরকম মানসিকতা প্রত্যাশা করেনি! অর্থাৎ, মেয়েদের জন্য আলাদা event মানে ‘Gender Discrimination’!!
এবারের বেইজিং এ অলিম্পিকে প্রায় ১৫টার মতো events ছিলো শুধু মাত্র মেয়েদের জন্য।
তারমানে, বেইজিং এর অলিম্পিক এ ‘Gender Discrimination’ করা হয়েছে! আমার মনে হয়, ভাইয়া/আপুদের উচিত হবে, তাড়াতাড়ি বেইজিং এর অলিম্পিক কমিটির সাথে যোগাযোগ করে এর প্রতিবাদ করা!!
তো, আমি এক email এর reply এ মেয়েদের জন্য আলাদা event রাখার কারন হিসেবে বললাম যে, “সাধারণত দেখা যায়, খুব কম সংখ্যক মেয়েই gaming/ programming contest এ অংশ নেয়; তাই তাদের participation বাড়াতে আমরা debate-টা শুধু মেয়েদের জন্য রেখেছি। ”
সেই বড় ব্যাচের ভাইয়া-আপুরা আমার কথাটার ব্যাখা করলো এভাবে, আমি নাকি বলেছি, “মেয়েরা programming contest/gaming পারে না; তাই debate শুধু তাদের জন্য”!
-এরপর আমাকে group এ ভয়ানক ঝাড়ি দিয়ে বললো যে, CSEDU তে পরেও আমার মানসিকতা এতো নিচু কেনো....ইত্যাদি।
আমাদের প্রোগ্রামিং কনটেষ্ট এর একটা বই (Art of programming Contest) এ একটা কথা বলা আছে, “Doing Contest is not always the sign of a good programmer; Those, who never do any contest, also a good programmer”. কেউ কোনো events এ অংশ না নেওয়ার মানে এই না যে, সে সেটা পারে না। এটা শুধু মাত্র আগ্রহের অভাবকেই নির্দেশ করে।
আমি বলেছিলাম যে, “মেয়েরা সাধারণত কম অংশ নেয়” , কিন্তু তারমানে তো এই নয়, আমি বলেছি, তারা সেটা পারে না।
বরং এটা তাদের আগ্রহের অভাব। এখানে পারা/না-পারার প্রশ্নই আসছে না।
কিন্তু ওই প্রাক্তন ব্যাচের ভাইয়া আপুদের কথা হলো, আমার কথায় নাকি মেয়েদের অপমান করা হয়েছে!! কিন্তু আমার প্রশ্ন হলো, যারা “মেয়েরা events এ অংশ কম নেয়” –এ কথা থেকে ধরে নেয়, “মেয়েরা কিছু পারে না” , তাহলে মানসিকতার সমস্যা কাদের, আমার নাকি তাদের??
মানুষের কথা negatively নিয়ে নিজেদের মানসিকতা অনুযায়ী ব্যাখ্যা করে আবার ঝাড়িই তাকেই দেয়। আজব অবস্থা!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।