জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই গত ০৭ জুন, শুক্রবার যারা ১২ ঘণ্টার স্ক্রিপ্ট রাইটিং ওয়ার্কশপ করে গেলেন, তাদের জন্য এই নোটিশ। আপনারা স্ক্রিপ্ট লেখার ব্যাকরণ শিখে গেছেন। শিখে যে গেছেন, তার প্রমাণ স্বরূপ এবার একটা ১০ মিনিটের স্ক্রিপ্ট লিখে পাঠান। ২৭ জনের মধ্যে যার স্ক্রিপ্ট আমার পছন্দ হবে, তার স্ক্রিপ্ট নিয়ে একটা শর্ট ফিল্ম বানাব। বোনাস হিসেবে আপনাকে শেখাব ফিল্ম মেকিং - একেবারে হাতে কলমে। স্ক্রিপ্ট পাঠানোর শেষ তারিখ : ০৭ জুলাই, ২০১৩ খ্রিঃ দরকার বোধ করলে আমাকে ইনবক্সে নক করতে পারেন যে কোন সময়। Click This Link অথবা ই-মেইলও করতে পারেন -- স্ক্রিপ্ট রাইটিং ওয়ার্কশপে যারা অংশগ্রহণ করেছিলেন : ০১. হাসান ০২. ওমর খৈয়াম ০৩. জাহিদ হোসাইন ০৪. নাজমুল হাসান রাজু ০৫. সৈয়দ নাজমুস সাকিব ০৬. রবিউল হোসাইন ০৭. ফারুকুজ্জামান ০৮. আবদুল্লাহ আল মামুন তুষার ০৯. তানজির ইসমাত অনিক ১০. এস.আর জামান ১১. সাইফ বরকতউল্লাহ ১২. মোরশেদুল কাইউম মারাজ ১৩. মার্ক বিপ্লব ১৪. মোস্তফা কামাল ১৫. মাহমুদুল হাসান ফেরদৌস ১৬. মুনতাসির বিন মুস্তফা ১৭. শরাফত আলী শওকত ১৮. আহমেদ জামান শিমুল ১৯. মোঃ ইকবাল হাসান ২০. খন্দকার তৌকিরুল ইসলাম ২১. মোঃ নাসিম ২২. শফিকুল ইসলাম চৌধুরী ২৩. মুহাম্মাদ মুমিন ২৪. শামীমা শিমু ২৫. ইয়াসিন রেজা ২৬. অভিজিৎ অর্ক ২৭. তারেক আহমেদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।