জীবন অলীক স্বপ্ন নয়, ভাল ও মন্দ সুতোয় বোনা এক অপরূপ নকশী-কাঁথা।... ভালবাসা আসে কল্লোলিত ঝরণাধারার মত, বিদায় নেয় ঝরা পাতার মর্মরে...
তুমি ঐ আকাশ ভেঙ্গে এতটুকু রোদ এনে দেবে?
আর তুলতুলে মেঘ ভাঙ্গা একমুঠো বৃষ্টি?
আমি রোদের আঁচে উষ্ণ হব,
আর সারা গায়ে মেখে নেব বৃষ্টি।
তুমি ঐ পাখির থেকে এতটুকু রঙ এনে দেবে?
আর ঠান্ডা বাতাস থেকে একমুঠো সুগণ্ধী?
আমি রঙ দিয়ে হাত রাঙাব,
আর স্বেদাক্ত তনুতে মেখে নেব সুগণ্ধী।
তুমি ঐ রংধনুর বুক থেকে এতটুকু ভালবাসা এনে দেবে?
আর তোমার বুক থেকে সবটুকু কষ্ট?
আমি ভালবাসায় মন সাজাবো,
আর মাথা পেতে মেনে নেব কষ্ট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।