আমাদের কথা খুঁজে নিন

   

লেহম্যন ব্রাদার্স এর পতন

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

যুক্তরাষ্ট্র পুঁজিবাদ এর উদ্যোক্তা, প্রবর্তক ও প্রসারক। পুঁজিবাদের সাফল্য স্বাভাবিকভাবেই তাঁরা প্রচার করবেন এবং এই সাফল্য অনুসরনে অন্যান্য দেশ তথা তৃতীয় বিশ্বকে " উৎসাহিত " করেন। তার উজ্জ্বল উদাহরন, বাংলাদেশের অর্থনীতিতে নীতি নির্ধারক ব্যক্তি বর্গগণ অধিকাংশই অর্থনীতিতে উচুঁ শিক্ষা এই যুক্তরাষ্ট্র থেকেই করেছেন। সম্মানিত নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মাদ ইউনুস ও এই পদাংক অনুসরন করেছেন। আধুনিক যুগের কম্পুটার নির্ভর নানা বিশ্লেষন সহায়তা থাকা সত্বেও কেমনি করে যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম প্রায় দেড়শ বছর পুরোনো বিনিয়োগ ব্যংক "চ্যপটার ১১" তথা দেউলিয়া ঘোষনা করতে পারে, তা আমার কাছে অন্ততঃ বিস্ময়কর মনে হয়।

দেউলিয়া ঘোষনা করলে প্রতিষ্ঠানের পরিচালনা মন্ডলির ব্যক্তিগত কোন দায় দায়িত্ব থাকে না বলে জানা যায়। জানা যায়, লেহম্যন ব্রাদার্স এর পুঁজির পরিমান ১০০ বিলিয়ন ডলারেরও অধিক ছিল। যা কি না সম্ভবত ছয় লক্ষ কোটি টাকারও অধিক। লেহম্যন ব্রাদার্স ও এদেশের রাজনীতিকদের প্রচারনায় অর্থ যুগিয়েছিলেন, Members of the 110th Congress who have received campaign contributions from Lehman Brothers, 1989-2008 Name Office State Party Grand Total Clinton, S NY D $409,980 Hillary Obama, S IL D $395,574 Barack Schumer, S NY D $181,450 Charles McCain, S AZ R $145,100 বিস্তারিত নিচের ওয়েব সাইটেঃ Click This Link আজকেই এক অর্তনীতিবিদ (এখানকার) এ বিষয়ে মন্তব্য করলেন, তথা এসকল প্রতাপশালী আর্থিক প্রতিষ্ঠানের জন্য। মন্তব্য টা ছিল অনেকটা নিচের অনুবাদে যা হয়; "এসকল প্রতাপশালী আর্থিক প্রতিষ্ঠান যখন মুনাফা করবে তখন ঐ লাভ প্রতিষ্ঠানের নিজস্ব কিন্তু যখন লোকসান করবে তখন দায় দায়িত্ব সামাজিক অর্থাৎ রাষ্ট্রের।

" রাষ্ট্র সেটা সামাল দেবে জনগনে আরোহিত ট্যক্স থেকে। বেশ পুঁজিতন্ত্র।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.