আমাদের কথা খুঁজে নিন

   

ভেজালদের জন্য ভারমুক্ত হতে পারেননি ফখরুল

বিএনপির ভরপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, তার মতো একজন বিচক্ষণ, শিক্ষিত গণতন্ত্রমনা মানুষ কেন এখনও বিএনপিতে ভারপ্রাপ্ত রয়েছেন জানি না। বিএনপিতে অনেক ভেজাল মানুষ রয়েছেন, তাই এখনও তিনি ভারমুক্ত হতে পারেননি।

আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এর উদ্যোগে ‘গণমাধ্যমের স্বাধীনতা ও মাহমুদুর রহমান’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছে, সেজন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমাদের কাছে ভারতের আরও বেশি কৃতজ্ঞ হওয়া দরকার ছিলো, কারণ আমরা আর পাকিস্তানের সঙ্গে নেই।

ফেলানী হত্যায় অভিযুক্ত বিএসএফ সদস্যকে ভারতের আদালত দেশপ্রেমিক বলে আখ্যায়িত করেছে। আমাদের দেশের দেশপ্রেমিকরা কোথায়। আমাদের দেশে কি দেশপ্রেমিক নেই। তারা কি দেশের জন্য সীমান্তে একজন ভারতীয় নাগরিকের ওপর গুলি চালাতে পারেন না।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য মাহমুদুর রহমান কাজ করেছেন।

এই সরকার মাহমুদুর রহমানের সত্যিকার বিচার করতে চায় না। সত্যিকার বিচার করলে বাংলাদেশের মানুষ তাকে সালাম দেবে। মখাদের (ম খা আলমগীর) মতো লোকদের থুথু দেবে।

সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রকৌশলী আ ন হ আখতার হোসেনের সভাপতিত্ব আরও উপস্থিত ছিলেন, চেয়ারপরসনের উপদেষ্ঠা ও ড্যাবের মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূইঁয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।