কবিতা উৎপাদন মূলক, শরীরবৃত্তীয়
দেখেছি তুমি তেত্রিশ রকম নেপথ্যে থাক,
তোমার কনসেপ্ট থেকে বেরুতে চেয়ে জহির দেখেছে-
ফের কোন রকম নেপথ্যে তুমি থাক।
জহির যে পুতুলে খেলে অবিকল তুমি,
সে ভীষণ রকম চেয়েছে এই উল্লেখযোগ্যতা খুলে নিতে।
প্রকৃত তোমায় এখানে বানানো পরম বেগের।
জহির পুতুলে শাড়ী পরিয়েছে দুপুরে
পায়ের কাছে কবজি আপন নুপুরে
দেখেছে তুমি তেত্রিশ রকম নেপথ্য হয়ে থাক।
শ্রেণীশত্রুর অবজ্ঞাতেও
দেখেছি তুমি কনসেপ্ট থাক, বাস্তব থাক অবিকল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।