আমাদের কথা খুঁজে নিন

   

জীবনানন্দ হয়ে: নিয়াজ মোহাম্মদ চৌধুরী

reaz.shahed@gmail.com

নিয়াজ মোহাম্মদ চৌধুরীর আজ এই বৃষ্টির কান্না দেখে গানটি পোস্ট করার পর বেশ কিছু অনুরোধ আসে তাঁর আরো গান পোস্ট দেয়ার; অতএব তাঁর আরেকটি কালজয়ী গান আপনাদের শোনাচ্ছি; গানটির গীতিকার ওসমান শওকত। জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি সবকিছু ভুলে যেনো করি লেনদেন তুমিও তো বেশ আছো ভালোই আছো কবিতায় পড়া সেই বনলতা সেন। টানাটানা চোখে কালি পড়েনি কোনো হাসলেও গালে টোল পড়ে এখনো কী জাদু জানো তা বিধাতা জানেন কবিতায় পড়া সেই বনলতা সেন। পরিপাটি বেশবাস তেমনি আছে ঘটনার কোনো রেশ নেই তো কাছে এভাবে সবাই কি থাকতে পারেন? কবিতায় পড়া সেই বনলতা সেন। জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি সবকিছু ভুলে যেনো করি লেনদেন তুমিও তো বেশ আছো ভালোই আছো কবিতায় পড়া সেই বনলতা সেন। ভালো গান শুনুন, শুদ্ধ গান শুনুন, হিপহপ রিমিক্সকে না বলুন ধন্যবাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।