আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
পৃথিবীর কুঞ্জে কুঞ্জে ক্রন্দনরত মোর
বিরহী-ব্যাথাগুলো, বিতাড়িত হরিণের মত
পেছনে একদল শিকারীর ঢোল-ঢাল-তলোয়ার। তাড়িত
পীড়িত, হোচট-খাওয়া বেহিসেবী পদক্ষেপ
অমানিশায় হাতড়ে মরে সাহারা। অন্ধকার, ঝিঝি তিমির
চারদিকে কেবলি মরনের বাড়ানো বাহু, কেবলি ড্রাকুলা মিনার
তৃষ্ণার্ন্ত বিকট চিৎকার, চারদিকে বদ-বাহীতার রাশি-রাহু। কেবলি ঘনিয়ে আসা অন্তিমের দেখায় বর্তমানের চেষ্টা, আর পেছনে
অজানা শিকারীর চরণ-দাগানো বিরাহীন তেষ্টা।
অন্তরে পুরোনো ব্যাথ্যার ক্রমাগত আঘাত,
বহিঃ -অন্ত স্মৃতির অনলে -ঝাঁচে
এদিকে মরণের আগমন বার্তা, জীবনের হাতকড়ায়
নিরুদ্দেশ চাবিকর। হিসাবেব গরমিলে প্রতিনিয়ত বেহিসেবি লাগাম
বিতাড়িত হরিণের মত চরণে গতি, নয়নে খোরস্রোতা
শরীরের আত্ব্যহুতীর চেষ্টা, আত্ব্যায় বাচাঁর তেষ্ট
মঞ্জিল কাজলে-মেঘে গর্জনে কোহেকাফ
গভীর অমানিশায় হাতড়ে মরি দ্রষ্টা, গহীন কষ্টে -------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।