চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com
আর পারলাম না। অবশেষে বিছানা ছেড়ে উঠতেই হলো। কারণ, ভীষণ রকম গরম। সংগে, মশার প্যানপ্যানানি তো আছেই।
গরীব হবার অনেক ঝামেলার মধ্যে এটা আরেকটা। এসি'র বাতাসও নাই, ফ্রিজের ঠান্ডাও পানি নাই।
ঢাকা ও আশে পাশে পোস্টটি লেখার সময় পর্যন্ত তাপমাত্রার অবস্থাটা একবার দেখুন,
তাপমাত্রা: ২৯ ডিগ্রি সেলসিয়াস (শরীর কয়লা হয়ে যাচ্ছে)
বাতাসের গতিবেগ: ৮ কিমি/ঘন্টা পূর্ব উত্তর পূর্ব দিক থেকে (কি মজা!!!, আমার ঘরের জানালা পশ্চিম দিকে)
জলীয় আদ্রতা: ৮৪ শতাংশ (তাই তো বলি, এতো ঘামাই কেন। পুরা শরীর ভয়াবহভাবে ঘামে চিট চিট করছে)
আকাশ আংশিক মেঘলা।
আমি ব্যাক্তিগতভাবে গোসলে বিশ্বাসী না।
যাদের গায়ে ময়লা বেশি তারাই গোসল বেশি করে। মনে আছে, ছাত্র অবস্থায় একবার আমি তিন সপ্তাহের বেশি গোসল করিনাই। কিন্তু ভাবতে পারেন! খালি আজকেই আমি তিনবার গোসল করছি। এই মাত্র আমি তিন নম্বরটা শেষ করে আসছি। তাতেও শান্তি পাচ্ছি না।
ঠান্ডার দেশের মানুষজন এত বেশি সাদা হয় কেন? আমাদের দেশে মানুষরা গরমে কষ্ট পেয়ে যে হারে গোসল করে তাতেই তো ফর্সা হওয়া উচিত। কি জানি, আমার আবার বায়োলজিতে নলেজটা একটু কম।
যাই হোক, আজকের গরমে খুব কষ্ট পাচ্ছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।