ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........
বঙ্গদেশ নামে এক ব্লগার। নিজের প্রফাইল হিসাবে এক জন বীর মুক্তি যুদ্ধার(শেখ আমান আলী) ছবি ব্যাবহার করেছেন। আর তার নিচে লিখেছেন "চির উন্নত মম ষাড়"!!!!!
এটা ইচ্ছাকৃ ভুল ,কারন ছবিতে আমান আলী র গলায় মালা আছে।
এই ব্লগারের পোস্ট দেখলেই এর চরিত্র বুঝবেন।
এই আমান আলী কে জামাত লাথি দিয়ে অপমান করে।
তার প্রতিবাদের ঝর উঠে। কিন্তু অবাক হই সা হো ব্লগে এই মুক্তি যুদ্ধাকে এভাবে ক্রমাগত অপমান করা হচ্ছে। কর্তিপক্ষ আসু ব্যাবস্থা নিন। তা না হলে ব্লগ কর্তি পক্ষের উপর ভুল ধারনা আসবে। আর কালকের মাঝে একে ব্যান না করলে ব্লগে প্রতিবাদের ঝর তুলব।
#################################################
দয়া করে প্রতিবাদ করতে গিয়ে কেও এদের গাল দিয়েন না।
################################################
UPDATE:অবশেষে বঙ্গদেশ কে ব্যান করা হয়েছে।
ধন্যবাদ কর্তৃপক্ষকে।
প্রতিবাদ অব্যাহত থাকুক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।