সমরে শান্তিতে রাখিব সুস্থ" সিএম এইচ এ গেলে এই লেখটি খুব সহজে চোখে পড়ে। আজ প্রথম সি এম এইচে গেলাম। এক রিলেটিভ এক্স-আর্মি। তাকে নিয়ে গেলাম। কিছুক্ষন পরে সিরিয়াল পেলাম।
সেনা পোষাক পরিহিত (সেনা অফিসার) দায়িত্বরত ডাক্তারকে দেখালাম। সেখানকার মেডিকেল এসিস্ট্যান্ট কে একটা বিষয়ে জিজ্ঞেস করলাম। আর তিনি জবাব দিলেন " যা ব্যাটা ওখানে দাড়া"। একজন সেনা মেডিক্যাল এসিস্ট্যান্ট এত সুন্দর করে জবাব দিলেন যা ভাষায় প্রকাশ করা যাবে না।
সাধারন একজন বড় ডাক্তারের মেডিক্যাল এসিস্ট্যান্ট এর আচরন এর সাথে একজন সেনা মেডিক্যাল এসিস্ট্যান্ট এর আচরনের মধ্যে কোন পার্থক্য খুজে পেলাম না।
হয়ত আর কখনও সি এম এইচ এ যাওয়া হবে না তবে তার আচরন কখন ভুলার নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।