আমাদের কথা খুঁজে নিন

   

মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানা, ভোলাহাট শাখার তিন তলাবিশিষ্ট মসজিদ ও শ্রেনীকক্ষের জন্য ভবন নির্মানের কাজ শুরু হচ্ছে ০২ ই জিলক্বদ(০৯ ই সেপ্টমবার)। সকলের উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত রইল।

”সব রাজাকারদের বিচার চাই”

মহান আল্লাহ পাক উনার অসীম দয়া ও রহমতে ১৪২১ হিজরী মুতাবিক ২০০০ ঈসায়ী সনে প্রতিষ্ঠিত হয়েছে অত্র ‘মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানা’ (ভোলাহাট শাখা)। যার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্চে- বাস্তব জীবনে সুন্নতে নববীর আদর্শ প্রতিষ্ঠা তথা ইসলামী ইতিহাস-ঐতিহ্য, জ্ঞান-বিজ্ঞান শিক্ষাসহ সঠিক ইসলাম পালনের মাধ্যমে মহান আল্লাহ পাক এবং উনার হাবীব হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি হাছিল করা। বিশেষভাবে উল্লেখ্য যে, অত্র মাদরাসা চত্বরে শ্রেনীকক্ষ ও মসজিদের জন্য তিন তলাবিশিষ্ট ভবন নির্মাণ কাজ ইনশাআল্লাহ আগামী ০২ ই জিলক্বদ(০৯ ই সেপ্টমবার), রোজ: ইছনাইনিল আযিমী(সোমবার শরীফ) শুরু হতে যাচ্ছে। অতএব এরকম একটি মহতি কাজে সকলের সহযোগিতা কামনা করছি। আপনাদের ১০০,২০০,৫০০ টাকাই গরিব ও ইয়াতীম ছাত্রদের অনেক উপকারে আসবে। আশাকরি এই মেসেজ দেখা ব্যাক্তিরা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। মাদরাসার বিকাশ নম্বরে আপনারা আপনাদের মুল্যবান সহযোগিতা পাঠাতে পারবেন। বিকাশ নম্বর: ০১৭৬৪৩৮১৪০৯ আপনাদের সকলের উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত রইল। যোগাযোগের জন্য: ০১৭১৭১০৪২১১,০১৭১০৮২৯৮৭০(ভোলাহাট), ০১৭১২৫২৬২৪৩,০১৭৬১০৪৭৮১৯ (ঢাকা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।