কবিতা উৎপাদন মূলক, শরীরবৃত্তীয়
(অধ্যাপক জিয়া হায়দার স্যারের স্মরণে)
কুশল হয়নি বলে কুশীলব নই
এমন ভাবিনি কখনো ভাবিনা জেনো;
অভিন্ন দূর্বা-শৈশব কাটিয়েছি আমাদের
স্বদেশের পথে-
এমন মিলের কথা -পার্থিব প্রীতি,
আলাপ হয়নি বলে
তুমি নও আমি নই দূরের সারথী।
তোমাকে যেটুকু চিনি সফেদ রকম
ঠোঁটের জোৎস্নাটুকু চোখের স্বপ্ন আলোয় অপার্থিব,
অপার্থিব ভীষণ রকম।
আমাদের নিশব্দ পরিচিতি ততদূর প্রচারিত হবে
যেথা ইতিহাস ছিঁড়ে র’বে বিশুদ্ধ সময়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।