আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইন শপে ইফতার

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

বাংলাদেশে অনলাইন শপ বা ইকমার্সের বয়স প্রায় দশ বছর হতে চললো। এখন অনলাইনশপ গুলোতে প্রায় সকল ধরনের পন্যই কিনতে পাওয়া যায় (যদিও দাম একটু বেশি)। প্রতি রোজাতেই রমজানের ইফতারের পসরা নিয়ে বসে সকল ইকমার্স সাইটগুলো। এবারে মনে হয় আরো বেশি আয়োজন দেখা যাচ্ছে। ফখরুদ্দীন বাবুর্চির ইফতার থেকে শুরু করে, বেইলিরোডের ইফতার, কাওরান বাজারের ইফতার, বনানী-ধানমন্ডীর ইফতার এমনকি পুরান ঢাকার জনপ্রিয় ইফতারগুলোও পাওয়া যাচ্ছে এসব অনলাইনশপে। মুখরোচক ইফতার পাওয়া যাচ্ছে এমন কিছু ওয়েব সাইট হলো: http://www.muktobazaar.com/ http://www.deshimegashop.com/ http://www.adhuli.com/ http://www.deshigreetings.com/ http://bivob.com/ http://www.hvbebazaar.com/ ইফতারীর পুর্বে এসব সাইটে একবার ঢু মেরে আসতে পারেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।