১১৭) এক যুবকের ছায়াপথ
ইচ্ছে ছিলো তোমার চোখে
ছায়াপথ হবো।
ইচ্ছে ছিলো তোমার ঠোটে
সুরের মূর্ছণা হবো।
ইচ্ছে ছিল তোমার কপালে
পড়াবো লাল টিপ।
ইচ্ছে ছিলো তোমার কথার মালায়
ঘুরবো অচীন দ্বীপ।
শুধু তোমার জন্যই এই রকম আমি।
অন্যরকম বালক এক।
তোমার জন্য দিতে পারি পাড়ি
অপেক্ষার দীর্ঘ পথ।
তোমার জন্য হ্যামিলনের বাঁশিওয়ালা হতে পারি ।
হতে পারি আগ্নেয়গিরী বিসুবিয়াস ।
তোমার জন্য ডুব সাঁতার দিয়ে
দিঘী থেকে আনতে পারি বিশটা লাল পদ্ম।
তোমার জন্য আগুনের শিখা থেকে
আনতে পারি সোনালী আলো রাশি রাশি।
শুধু তোমার জন্যই এই রকম আমি।
কাঙালের মত হাত পেতে থাকা বালক এক।
আমি তোমার চোখের আলোয় চলবো নিরবধি।
এক আকাশ এর নীল নিয়ে আমি
তোমার হৃদয়ের আঙিনায় এসে যাবো কোন একদিন
শুধু তুমি যদি চাও।
শুধু তোমার জন্যই এই রকম আমি মেয়ে
ভীষণ খেয়ালী বালক এক।
আনমোনা পৃথিবীর বাঁকে।
(সেই সব যুবকদের জন্য যারা আজীবন বালক সুলভ থেকে যায় .....
সেখানে যতদুরে যায় না কেনো ঘুড়ির লাটাই নিয়ে ঘুরে বেড়ায় জগত)
ছবির লিংক:
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।