আমাদের কথা খুঁজে নিন

   

কেলভিন এন্ড হবস -- ২৪

আমার লেখায় আমি

আইয়া পরসে !! আইয়া পরসে !!! আমার বউ নরওয়ে থেইকা আইয়া পরসে !!! আসার কথা ছিল ৬/৭ তারিখ। কিন্তু গত ৪ তারিখ ভোরবেলা আতকা আমারে ঘুমের মধ্যে ফুন দিয়া কয়, তুমি কই, আমি তো ঢাকা এয়ারপুর্টে , আমারে আইশা নিয়া যাও। আমি তো পারলে খেতা বালিশ লইয়াই দৌড় দেই তখন। কোনমতে রেডি হইয়া বাসে উইঠা দৌড়াইতে দৌড়াইতে হাজির হইলাম এয়ারপুর্ট। কি আজিব !!! আসলেই তো আইয়া পরসে !!! আমি আরো বেকুবের মতো মন খারাপ কইরা ছিলাম যে, আমগো প্রথম বিবাহ বার্ষিকী আর আমার বউই নাই .. এখন বাংলার আকাশে বাতাশে একটাই গান বাজতাসে: "ও মোর রমজানের এই রোজার মইদ্যে আইলো খুশির ঈদ !! "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।