আমাদের কথা খুঁজে নিন

   

কেলভিন এন্ড হবস -- ১৬

আমার লেখায় আমি

আমার একটা লিরিকস আসে,কেউ গান টা শুনসে কিনা জানি না.. গানটার নাম "উৎসর্গ" ব্যান্ডের নাম "আইকন্স"। অনেক মনে হইতাসে কালকে থেইকা.. যেখানে ছিল না কখনো কেউ, আমাদের হাত ধরে, শব্দহীন আমায় ডেকে, নিয়েছিল আজ গভীরে... যখন আবারো সুখী তুমি, ভুলে যাওয়া ভুলে থাকার সুখে, অদৃশ্য আলিঙ্গন তোমায় আমার নি:শব্দে, নিশ্চুপ অন্ধ চোখে .... হয়তো তুমিও চলে যাবে, একা একা কেঁদে যাবে এ মন, নিয়ে যাবে শেষের পথে এটাই কি শেষ উড়ে যায় পুরোনো আবেগ, আকাশ ভেঙ্গে স্বপ্নরা নেমে আসে, বসে যায়, চেনা চোখ খুজে পেয়ে .... অফিসে ইস্নাইপ্স ব্লক করা তাই গানের লিংক দিতে পারতাসি না..সরি..বাসায় গিয়া দিমু নে.. রাইতে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।