আমি খুব ভালো...
কাল ইউনুস ভাই এর একটা পোষ্ট দেখলাম ব্লগে । আমি এমনিতেই কম বুঝি , তারপর পড়ে যতটুকু বুঝলাম সেটা হচ্ছে রোজার দিনে যারা রোজা রাখে নাই, তাদের দায়িত্ব যারা রোজা রাখসে তাদের সামলায়া রাখা । অনেক জ্ঞানী গুনী দেখলাম সমর্থন দিসেন । আমি ঠিক অন্তর থেকে সমর্থন থেকে পারলাম না । এমনিতে ইউনুস ভাই এর লেখনী খুব চমৎকার ।
আমি প্রায় বিস্বাস ই করে ফেলসিলাম উনার কথা । যাই হোক ...
এখন আমি আমার কথা বলি। সংযম হচ্ছে উপরে যিনি আছেন তার উপর বিশ্বাস , সাথে সাথে নিজের উপর বিশ্বাস ও বটে। রাস্তায় কেউ খানা খাইতেসে অথবা সিগারেট খাইতেসে দেখে আমারো খাইতে ইচ্ছা করতেই পারে। আমি যদি তখন নিজেকে সামলাইতে পারি সেটাই হচ্ছে প্রকৃত সংযম।
আমার জন্যে অন্য মানুষ কিছু একটা ত্যাগ করবে আর সেই ত্যাগ এ আমি বেহেশতে যাব এটা ঠিক হলো না ।
যাই হোক, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যা মনে হলো সেটা বললাম, বাকীটা যার যার ব্যাপার ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।