আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিতল বাসের জানলায়...

Sad Cafe

দ্বিতল বাসের জানলায় গত শতকীয় ঘুর্নি থেকে ছিটকে পড়ছে মাতাল গায়ক বয়োঃসন্ধি উডেন গিটার... বিমর্ষ ডাকপিওনের মুখ আমি ভালোবাসি; ভালোবাসি দ্বিতল বাসের জানলার গায়ে ঝুলে থাকা রোদ, আহা, ছুটির সকাল - আমি তো প্রাঞ্জল চড়ুই; ফোয়ারার উদ্ভাস এইসব হয়ে প্রকীর্ন ঝুলে রবো, দ্বিতল বাসের জানলার গায়ে লেখা রবে স্মৃতি, হরেক পর্যটনের বোধ... গত শতকীয় ঘুর্নি থেকে উদগীর্ণ হবে নিমগ্ন বাল্যকাল আমার, কিয়ৎ আশিদশক... তামাটে বালকের হাতে লেপ্টে থাকা একেকটা বিদীর্ণ ঘড়ির ভুল। ------------- আন্দালীব ২০০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।