আমাদের কথা খুঁজে নিন

   

JEFF CORWIN হডিডটৃহদু

খুঁজি আমি পথের আশেপাশে দৃশ্য অদৃশ্য// আমি যে সেই পথিক!!!!!!
মানুষের চেয়ে জীবজন্তুর সাথেই তাকে বেশী দেখা যায়। কখনও তার হাতের মুঠোয় অসহায় হয়ে ওঠে কাল কেউটে আবার কখনও কাঁধে চড়ে বসে নখর বানর অথবা চপল বেয়ে নামছে কোন ভয়ংকর দর্শন টেরান্টুলা। যার কথা বলছি তার চেহারা এবং অসম সাহসীকতার দৃশ্য স্যাটেলাইটের যুগে অনেকের কাছেই অতি পরিচিত অন্তত তারা ওয়াইল্ড লাইফ এর প্রতি কিঞ্চিৎ হলেও ভালবাসা পোষন করেন আত্ম হৃদয়ে। বিশেষ করে এনিম্যাল প্লানেট চ্যানলে তাকে নিয়মিতই দেখা যায় জীব জন্তুর সাথে সদা হাসিখুশী অবস্থায়। লোকটির নাম জেফরি স্যামুয়েল করোয়িন, সংক্ষেপে জেফ করোয়িন নামেই তিনি ভয়খ্যাত ( ভয়কর ভাবে খ্যাত)।

পেশায় ওয়াইল্ড লাইফ বায়োলজিষ্ট তিনি। বিপন্ন পশুপাখী সংরক্ষনে সদা ব্রতচারী। জন্ম আমেরিকায়। আমি ব্যক্তিগত ভাবে এই লোকটির ক্রিয়া কর্ম দেখে মুগ্ধ হই। তার কান্ডকারখানা দেখে মনে হয় কোন প্রাণীই ক্ষতিকারক বা হিংস্র নয়।

কত সাবলিলায় তিনি সাপ , কুমির , বাঘ বানর সব প্রাণীর সাথে খেলে বেড়াচ্ছেন, গবেষণা চালিয়ে যাচ্ছেন আবার নির্ভয়ে গহীন অরন্য মাঝে সরস কৌতুকও চালিয়ে যাচ্ছেন। তার টিভি শোর জন্য তিনি পুরষ্কার ও পেয়েছেন অনেক। আবার ২০০২ সালে পিপলস ম্যাগাজিন এ ৫০জন মোষ্ট বিউটিফুল পুরুষ এর সিলেকশনেও তার নাম ছিল। সবকিছু ছাপিয়ে তার জীবপ্রেম অসাধরণ। নির্ভীক জীবজন্তু প্রেমিক এই সদা হাসিখুশি মানুষটিকে আমার অজস্র সেলুট।

নিচে ইংলিশে আরেকটু কিছু তার সম্পর্কে>>>> (JEFF CORWIN Wildlife biologist, Jeff Corwin has been working for the conservation of endangered species and ecosystems around the world since he was a teenager. Animal Planet viewers best know Corwin as host of The Jeff Corwin Experience and for the Discovery Kids series Jeff Corwin Unleashed, which won him an Emmy® as “Outstanding Host” and nominations in three other categories. Since 2000, Corwin has partnered with Animal Planet and Discovery Communications as host and executive producer of The Jeff Corwin Experience and Corwin’s Quest. Most recently, Corwin traveled to Madagascar for Planet in Peril. When not in the field, he lectures on wildlife, ecology and conservation to audiences across the United States. Corwin also established an interactive museum and environmental education center called the EcoZone, a center whose goal is to build awareness of the wildlife and ecology unique to the wetlands of southeastern Massachusetts.)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।