শূন্য দৃষ্টি মেলেছি আজ বাহির পানে
ধরনী ঘুরে ঘীরে দিবাকর
ঘুরে অনেক গ্রহ,
বছর ঘুরে আসে বৈশাখ
সাত দিনে ঘুরে শুক্র।
নানান রঙ্গের নানান মানুষ
ঘুরে নানান ভেসে,
এমন একটি দ্রব্য আছে
সবাই,ঘুরে তার পিছে।
দ্রব্য নিয়ে ঘুরা ঘুরি
দ্রব্য নিয়েই স্বপ্ন,
দ্রব্য নিয়ে আহাজারি
দ্রব্য নিয়েই মঘ্ন।
সে পারে ধরতে পারে মারতে,
পারে রাতকে দিন বানাতে
ঘুরে তারি পিছু,সকাল-সন্ধা,
ঘুরে দিন-রাত সব ঘন্টা।
যা পেলে চায়না কিছু
তাতেই সব মিলে
তার উপর চলছে জগৎ
সব কিছু হয় হাতে পেলে।
এমনি তার বিনিময়
কিনতে পারে জীবন।
এ দ্রব্যহীন জীবন ফাঁকা
সে দ্রব্যটি হল টাকা।
টাকা স্বপ্ন টাকা আশা
টাকা প্রেম,ভালবাসা,
লোভে পরে টাকায় ঘিরে
গান তুলে সুখের সূরে।
লোভে পরে....
করে দূর্নীতি
শোষন মানুষ হয়ে মানুষকে,
চুরি করে জেলে গেলেও
তাদের জন্য ,দরজা ফাঁকা,
সাত খুন হয় মাপ
যদি থাকে টাকা। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।