শূন্য দৃষ্টি মেলেছি আজ বাহির পানে
জাহানের মাঝে লাগেনা ভালো
সব লাগে আজ তমিস্র
অন্তরীম ভাল লাগেনা
ভাল লাগেনা নির্ঝরিনী
ইন্দু আর দ্বিজ
অপযশ ভরা জীবন
রোগ্য এ কলেবর
নির্মম অদৃষ্ট
মিত্রের কঠিন বাত
কিছু ভাল লাগে না
তাই যাযাবর হয়ে
বিভাবরি বেস আছি গহনে,
নেত্র জল ঝড়াই দু'ইন্দুতে
তিরোধানের পথ চেয়ে
জ্বলছি আমি হুতাশনে
ওদনের খুঁজে ,
খুঁজে একটু ওদক।
হে বিভূ রেহায় দাও
জীবন মরন আবহ
ইতি টেনে দাও।
হায়রে অদৃষ্ট
এ বাত শুনার কেউ নাই
চিৎকার করে প্রসূতি
আজ আমি অনড়।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।