আমাদের কথা খুঁজে নিন

   

সরল অংকে গোলমাল

আল বিদা

অংক পারার গর্বে ক্লাস টেনে আমার মাটিতে পা পরত না। এদিকে ধর্মতে ফেল করতাম। সাধারনত SSC পরীক্ষায় অংকে সর্বোচ্চ ৯৭ নম্বর পাওয়া যেত। আমি ঐ নম্বর পাওয়ার আশাতে তা দিতে থাকলাম। SSC পরীক্ষার আগে শিখলাম সরল অংক বীজগনিতের মত করে করা যায়।

পরীক্ষাতেও দেখলাম যে সরল অংকটা আসল ঐটাও বীজগনিতের মত করে করা যাবে। সবাই তো সাধারনভাবে সরল অংক করবে। আমি অসাধারনভাবে বীজগনিতের মত করে করলাম! এভাবে করার নিয়ম ছিল পরে পাটিগনিত ফর্মে ফিরে আনা এবং নোট দেয়া। আমি এখানটাতেই করলাম ভুল। সব করলাম কিন্তু নোট দিলাম না।

SSC তে টোটাল আহামরি কোন স্কোর করি নাই। কিন্তু এই অল্প কয়েক নাম্বারের শোক আজও কাটাতে পারি নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।