I always believe in participation not in performance. আজকে আমার এক বন্ধু ফেসবুকে নক করে বলল, সে একটা বিপদে পড়ছে।
জিজ্ঞেস করলাম ,"ঘটনা কি??"
বলল, সে নাকি তার এক ফ্রেন্ডকে আবাল বলছে আর তার ফ্রেন্ড তাকে পাল্টা জিজ্ঞেস করছে আবাল মানে কি???
কিন্তু আবাল অর্থ না জানা থাকায় সে নিরুপায় হয়ে আমার শরণাপন্ন হয়।
বলাবাহুল্য আমি মাইক্রোপ্রসেসর কিছুই না বুঝলেও বাংলায় যে কিন্চিত বেশি জ্ঞান রাখি সেটা বন্ধুমহলে সুবিদিত।
পরবর্তীতে খোঁজ নিয়ে দেখলাম বহুপ্রচলিত এই আবাল শব্দটা নিয়ে আসলে অনেকেরই পরিষ্কার কোন ধারণা নাই।
তাই জনস্বার্থে এই পোষ্টের অবতারনা
যাই হোক সামান্য কিছু গরু খোঁজাখুজির পর প্রাপ্ত ফলাফল পেশ করা হল।
প্রথমত "আবাল" কোন মৌলিক শব্দ নয়। এটি একটি সাধিত শব্দ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সাধিত শব্দ গঠিত হয় ৫ উপায়ে
১। সন্ধির মাধ্যমে
২। অনুসর্গ যোগে
৩।
উপসর্গ যোগে
৪। প্রত্যয় যোগে
৫। সমাসের মাধ্যমে
কোন উপায়ে "আবাল" শব্দটি গঠিত হয়েছে এইটা নিয়ে ব্যকরণবিদদের মধ্যে ২ টি ভিন্ন মত আছে।
১। "বাল" মূলশব্দের সাথে বাংলা "আ" উপসর্গ যুক্ত হয়েছে নেতিবাচক অর্থে
২।
এটি সমাস সাধিত শব্দ। ব্যাসবাক্য হল :
আবাল-----নাই বাল যার ----নঞ বহুব্রীহি
উৎপত্তি যাই হোক না কেন এটা পরিষ্কার যে শাব্দিক অর্থে আবাল বলতে অপ্রাপ্তবয়স্ক পোলাপান বুঝায়।
যদিও প্রায়োগিক অর্থে "আবাল" শব্দটি বোধ-বুদ্ধিহীনতা বা বিচার-বিবেচনার ক্ষমতার অভাব বুঝাতেই বেশি ব্যবহৃত হয়।
[ আমার বন্ধুটির মত বিপদে যাতে আর কেউ না পড়ে সেটা নিশ্চিত করতেই এই ক্ষুদ্র প্রচেষ্টা ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।