পাখি এক্সপ্রেস
লেফট । । রাইট । । লেফট
বেওয়ারিশ কুকুরগুলো শহরের গুরুত্বপূর্ণ ভবনের সামনে
শুয়ে থাকে সাম্রাজ্যবাদী মাতবরের মতো দুর্বলের আইলে আইলে
ভূমিখোর জওয়ানীর ঠ্যালায় অধিকার উষ্ঠা খায় বিরতিহীন
আমাদের অস্তিত্বের প্রশ্নবোধক অবস্থানে আমরা কোথায় যাচ্ছি?
লজ্জাহীন কুকুরগুলো খালি গর্ভবতী হয়- আমাদের চিলেকোঠায়
দুপুরের আগে সন্ধ্যা নামে জোৎস্না দিবে বলে ভাগ্যের নিলাম হাঁকে
কোরাস জবানীর তোড়জোড়ে নাক বরাবর বাড়ির দিকের পথটির
বিরামহীন বাঁক নেয়াতে আমিও চিন্তাবিদ বালকের মতো স্রেফ
গালে হাত রেখে উদ্ধার করি পৃথিবীর ভূমিষ্ঠ হওয়ার যাবতীয় অনুযোগ।
সংঘবদ্ধ উচ্চ শব্দাবলীর সাথে ধ্রপদী জুতোগীতের বিপরীতে
আমাদের তালপাতার বাঁশিগুলো ম্রিয়মান বটে- অবিকল দাঁতপড়া
ভুপেন স্যারের বেতের মতো নির্বিকার আমাদের সমস্ত প্রতিরোধ
শক্তিহীন, নি:শক্ত; অথচ অত্যাচারিতের দুর্ভেদ্য অসহায়ত্বে
নূন্যতম শৈল্পিকতা কবিও খোঁজেনা অল্প বিস্তর ব্যর্থতার হুমকিতে
কাব্যও যে নিচক প্রেমাবচন!
কুকুরের পালে উচ্ছাস- উচ্ছাসে প্রেম আছে - খবর রটেছে শহরে
দলভুক্ত কুকুরগুলো প্রজননের আশায় তুমুল রোমান্সে এককেটি
যাত্রাপালার আলামতি-প্রেমকুমার দাবিদার আমাদেরই লোকালয়ে
তারাও দলভূক্ত স্বৈরাচারের মতো যাচ্ছেতাই প্রেম প্রজননে মশগুল।
সম্ভাব্য দোষ স্বীকারী সবুজ এক খাঁসা মাল- মালের ফাঁকে শুয়ে
দলভূক্ত স্বৈরাচার কাঠি নাড়ায়- আর
লেফট । । রাইট । ।
লেফট
০৩.০৯.০৮
রাত ০২.০০
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।