আমার কোন জ্ঞান নাই তাই লিখতে পারিনা তাই মূর্খের খাতা থেকে যায় সাদা ।
আমাদের বল্গে যেখানে লিখাগুলো থাকে অর্থৎ ফিল কালার সদা এতে পরতে গেলে আমাদের চোখে অনেক চাপ পরে । কিন্তু ফিল কালার কাল আর টেক্সট কালার সদা হলে পরতে আমাদের চোখের খুবই আরাম হবে । এই বল্গে যেহেতু অনেক গুরুত্তপূর্ন বিষয়াদি প্রকাশিত হয় বা হচ্ছে সুতরাং আমি যথযথ কর্তিপক্খের দৃষ্টি আকর্ষন করছি । ফিল কালার কাল থাকলে ও সাইট চমৎকার দেখায় । এর একটি লিংক-View this link
কম্পিউটার ব্যবহারকারীদের চোখের -যত্ন প্রবাস কন্ঠ । আবার চোখ বুলান
দয়া করে অপনার মতামত মন্তব্য করুন
-আমার প্রথম লিখা ভুল গুলো ক্ষমা করবেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।