কোটালীপাড়ায় এক পুলিশের উৎপাত
কোটালীপাড়ায় বহুল আলোচিত এসআই নূর হোসেন আবার এসে স্বরূপে আবির্ভূত হয়েছে। বিগত আওয়ামীলীগ সরকারের সময় প্রভাবশালী মন্ত্রী আবদুর রাজ্জাকের ভাই পরিচয় দিয়ে অন্তহীন অপকর্ম করার পর স্থানীয় জনগণের আবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হয়। কিন্তু সম্প্রতি সে কোটালীপাড়ায় এসে অতীতের প্রতিশোধ গ্রহণ ও উপরি আদায়ের লক্ষ্যে জনমানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে । অযথা নিরপরাধী মানুষকে হুমকী,মামলায় জড়ানোসহ বহু ধমকী-ধামকীর মাধ্যমে সে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগ যদি ব্যবস্থা গ্রহন না করে তাহলে অনেক এলাকা তার ভয়ে জনশূণ্য হয়ে যাবে। ইতিমধ্যে অনেক লোকজন এলাকা ছাড়তে শুরু করেছে। জনস্বার্থ রক্ষায় ও পুলিশের ইতিবাচক বিষয়টি লক্ষ্য রেখে উর্ধতন কতৃপক্ষ আলোচিত এস আই নূর হোসেনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে স্থানীয় আশা করে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।