আমাদের কথা খুঁজে নিন

   

রেকমেন্ডেশন : ব্লগার মনজুরুল হক লিখছেন ভালো

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

মনজুরুল হক কে আমি চিনি না। তার ব্লগ পরিসংখ্যান ঘেঁটে দেখেছি, বয়স মাত্র একমাস। গল্প লিখছেন ব্লগের পাতায়। ঠিক গল্প না, এন্টি গল্প। গল্পের বিরুদ্ধে গল্প।

আমার মনে হয়েছে, তিনি লিখছেন ভালোই, নিঃসন্দেহে সম্ভাবনাময়। পোস্টের ভিড়ে তার এন্টিগল্পগুলো পাঠকের মনোযোগ হয়তো সেভাবে পাচ্ছে না। ব্যতিক্রমী এই গল্পকারের ব্যাপারে ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ দ্রষ্টব্য হাজারো পোস্টের ভিড়ে অনেক প্রতিভাবান ব্লগারই পাঠকের মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হন। সেদিকটা ভেবে এটা একটা পরীক্ষামূলক পোস্ট।

সাড়া পাওয়া গেলে মাঝে মাঝে এই ধরনের পোস্ট দেওয়ার আশা রাখছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।