আমাদের কথা খুঁজে নিন

   

মাননী্য় সেনাপ্রধান এর দ্ৃষ্টি আকর্ষন করছি : আমরা ভাষানটেক,মাটিকাটা,মানিকদি,বালুঘাট,বারনটেক,বাউনিয়াবাসী জনগন মানসিকভাবে অসুস্হ হয়ে পড়েছি।



জনাব। আশা করছি দেশের মহান সেবাব্রত নিয়ে ভাল আছেন। সংক্ষেপে কিছু কথা বলতে চাই। আমরা ভাষানটেক,মাটিকাটা,মানিকদি,বালুঘাট,বারনটেক,বাউনিয়াবাসী ৯৯.৯৯৯৯৯৯% জন গন জন্মসূ্ত্রে বাংলাদেশী এবং ৫০% এর বেশী অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর লোক এবং পরিবার । বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা বিভিন্ন কর্মক্ষেত্রে যাইতে হয় আর আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক যাতায়তের রাস্তা হল এয়ারপোর্ট রোড।

এয়ারপোর্ট রোড এ যেতে আপনার বাসস্হান এর মাটিকাটা চেকপোস্ট পার হয়ে জিয়া কলোনি চেকপোস্ট দিয়ে বাহির হতে হয়। আপনাদের নিয়ম অনুযায়ী সকাল ৭ হতে রাত ১০:৫৯ ঘটিকার মধ্যে শত অসুবিধা মাথায় বরণ করে আপনার এম.পি গার্ডদের সামনে দিয়ে চলাচল করছি। ইদানিং চার চাকাযুক্ত প্রাইভেট কার বা টেক্সিক্যাব উক্ত এলাকায় বাধা দেয়া হচ্ছে । স্বাভাবিকভাবে কোনো জবাব আশা করি না। তবে আমাদের শান্তিমত যাতায়ত করার জন্য ব্যবস্হা করার জন্য মাননীয় সেনাপ্রধানের নিকট আবেদন করছি।

পূন:শ্চ : জিয়া কলোনী চেকপোস্ট এর কাছে একটি ফুট ওভার ব্রিজ নির্মান চলছে প্রায় ২ বছরের উপর। আপনি একটু তাগাদা দিলে আগামী ৭ দিনের মধ্যে কাজ শেষ হবে আশা করি। কারন ৭ দিনের মধ্যে শেষ হবার মত উপযোগী অবস্হায় আছে ঐটি। একটু সকাল বেলা মর্নিং ওয়াক করতে করতে জিয়া কলোনী চেকপোস্ট এ এসে দেখে যান না কি অবস্হায় আছি আমরা। কি রকম ঝুকি নিয়ে আমাদের রাস্তা পার হতে হয় ( 'ঝুকি' দেখতে হলে সকাল বা বিকাল যেকোনো সময় আসলে হবে, স্যার ) বিনীত মনুমনু ব্লগার।

মানিকদি। ই-মেইল:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।