ঢাকা শহরে সিটিং সার্ভিসের নামে যেসব পরিবহন চলছে সেগুলো লোকাল বাসকেও হার মানিয়েছে। এগুলোতে চড়লে নিত্যনতুন অভিজ্ঞতার সাথে পরিচিত হতে হয় । হেলপার থেকে পুলিশ সবার উৎকোচ গ্রহনের নতুন নতুন ফর্মুলা দেখা যায় । টিকিটের কড়াকড়ি ও কাড়াকাড়ি এখানে নৈমিত্তিক হলেও উৎকোচ নেয়া চলছে। ট্রান্সসিলভা,মৈত্রী,সিটি সার্ভিস,মেগাসিটি হানিফ-সব সার্ভিসের চিত্র এক।শতাব্দী নামে একটি পরিবহন জিগাতলা থেকে কীভাবে যাত্রী বোঝাই করে তা না দেখল বো ঝা যাবে না।যাত্রী জিম্মী করে এ অবস্থার নিরসন দরকার ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।