নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
ঘটনাটা শুরু গত পরশূ, কিন্তু ব্যবহার অনেকদিন ধরেই
সাধারণত মুভি ডাওনলোড করি ডাইরেক্ট লিংক ব্যবহার করে, যার অধিকাংশই ADrive.com এর লিংক। এর আগে অনেক মুভিই ডাওনলোড করেছি, কোন সমস্যা হয়নি, সারারাত পিসি চালিয়ে রেখে ডাওনলোড দিলে প্রায় ৪ টা মুভি (৭০০মেবা প্রতিটি) ডাওন হত। সেদিন রাতেও ডাওন দিয়ে গেলাম, কিন্তু ৪টি নয় এবার ৮টি। পরদিন ৮টি মুভির সবগুলিই প্রায় ৮০% করে ডাওন হয়েছে। সারাদিন কাজ করে সন্ধ্যায় যখন আবার মুভিগুলো resume করলাম অনেকক্ষন connecting দেখিয়ে একটি ম্যাসেজ দেয় " Cannot download the file because of time out. Details : Connection timed out"
হলনা তো হলইনা।
এবার নতুন আরএকটি adrive ডাওনলোড লিংক দিয়ে ট্রাই দিলাম, adrive- সাইটেই ঢুকেনা, মহা সমস্যায় পড়লাম।
যাই হোক এটা কি কোন সমস্যা কিনা, বা সমস্যাটি কোথায় জানালে কৃতজ্ঞ থাকব ।
আমার অপারেটিং সিস্টেম এক্সপি,
ফায়ারফক্স ব্রাউজার
ইন্টারনেটা ডাওনলোড ম্যানেজার ব্যবহার করি ডাওনলোড করার জন্য।
পরে ভাবলাম এমনটাও হতে পারে আইটি এই সাইটটি ব্লক করে দিতে পারে।
প্লিজ আপনারা কি একটু http://www.adrive.com এ ঢুকতে পারেন কিনা একটু দেখবেন।
অথবা
এই ডাওনলোড লিংকটি কাজ করে কিনা একটু দেখবেন প্লিজ :
Click This Link
ছবিটির নাম : Freedom Writers
একটু ট্রাই করে দেখবেন প্লিজ !
সমাধান পেলে উপকৃত হব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।