mdsakature@yahoo.com
সিয়াম সাধনার মাস রমজান মাস। আর একদিন পরেই শুরুহতে যাচ্ছে পবিত্র রমজান মাস। এখন্ও রমজানের ছোঁয়া লাগেনি কোথাও। তবে দুদিন পরেই দেখা যাবে অনেক দৃশ্য। বিশেষ করে ইফতারির আগের মুহুর্তটা আমার খুব ভালো লাগে।
চারদিকে ইফতারির জন্য মানুষের ছোটাছোটি, হঠাৎ রাস্তাঘাট নিস্তব্ধ, একটু আগেই যেখানে দেখা যায় আশপাশে ইফতারির রকমারী মেলা সেই নানা সাজের ইফতারি মুহুর্তের মধ্যেই শেষ।
মাগরিবের আযানের পর পরই নেমে আসে যেন আল্লাহর অগনিত রহমত। এই এক অন্যরকম অনুভূতি। তারপর আস্তে আস্তে যতই দিন যেতে থাকে কাছে আসতে থাকে ঈদুল্ আযহা। গরম হয়ে উঠে মার্কেটগুলি।
ব্যবসায়ীরা সারাটা বছর অধির আগ্রহে তাকিয়ে থাকে এই মাসটির দিকে। বেড়ে যায় রাস্তায় যানযট। এরপর্ও মানুষ খুশি। বিষণ খুশি। খুশি আমিও।
আপনারা?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।