আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রেম পত্রিকার ঐ কাটিং গুলো

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!

বন্ধুরা বলে কি বেটা কি করলি । কাউকে বাগাতে পারলিনা। একা একা ঘোরস। তোর মত চেহেরা আর স্মার্ট হলে দেখিয়ে দিতাম। সাত বছর তো হতে চলল একাই যাবি ক্যাম্পাস থেকে না কাউকে নিয়ে যাবি।

এখনও সময় আছে একটা কিছু কর। আমি চুপ করে থাকি । বিদ্রুপের হাসি হাসি। আমার প্রেম নাই। মোবাইল ফোনে ফুসুর ফাসুর নাই।

কেউ চোখে রাখে না তাই চোখ গরমও করে না। খবর দারিও না। মাঝে মাঝে যে খারাপ লাগে না বলববনা। তবে আমি প্রেম করেছি । এবং এখন্ও করে যাচ্ছি।

গত সাড়ে পাচ বছর ধরে লিখে চলছি পত্রিকায়। কখনও হাসির খবর, কখনও কান্নার। কখনও খবরের জন্য ধন্যবাদের তোড়ে ভেসে যাই। আবার কখনও সেই খবরের জন্য চোখ গরম। আমার প্রেম এই অগণিত সংবাদ।

যা ছাপা হয়েছে পত্রিকায় পাতায়। সেই খবরের কাটিং গুলো। যাদের জন্য আমি ব্যায় করেছি আমার সুন্দর সুন্দর বিকাল গুলো। এই প্রেমের সমানে মানবী প্রেম তুচ্ছ । অতি নগন্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.