আমাদের কথা খুঁজে নিন

   

দেলোয়ারাকে বাদ জুম্মা দোররা মেরে তওবা পড়িয়ে 'শুদ্ধ'করা হবে

আত্ম-জীবনীর গোপন অংশ

কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিতলা গ্রামে সাহায্যকারী এক যুবককে তর্কের খাতিরে স্বামী বলায় দেলোয়ারা নামের এক বিধবাকে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে তার ভাশুর ও দেবররা। বাদ জুমা ইসলামী শরিয়া মোতাবেক দোররা মেরে এবং তওবা পড়িয়ে ঘরের দরজা খুলে দেওয়া হবে বলে জানা গেছে। ওই গ্রামে সরেজমিনে গেলে বিধবা দেলোয়ারা জানান, অপবাদ দিয়ে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাকপ্রতিবন্ধি রাজ্জাকের (৬৫) বাড়িতে রাত্রীযাপনের নির্দেশ দিয়েছেন সমাজপতিরা। স্বামীর মৃতু্যর পর সম্পত্তি থেকে বঞ্চিত করতে তাকে বাড়ির পাশে নির্জন জঙ্গলে একটি থাকার ঘর তৈরি করে কাঁটাতারের বেড়া দিয়ে এক ঘরে করে রাখা হয়।

এলাকা বাসী জানান, প্রায় ১২ বছর আগে মুরাদনগর উপজেলাধীন নেয়ামতকান্দি গ্রামের নুরুল ইসলামের কন্যা দেলোয়ারার সঙ্গে কাজিয়াতল গ্রামের মৃত চানমিয়ার পুত্র আবদুল কাদেরের সঙ্গে বিয়ে হয়। ২০০২ সালে আবদুল কাদেরের মৃতু্যর পর তার পুত্র মিজানুর রহমানকে (১০) স্থানীয় এতিমখানায় ভর্তি করে দেওয়া হয়। শ্বশুর বাড়ির পক্ষের লোকজনের শত অত্যাচারেও দেলোয়ারা স্বামীর ভিটে ছেড়ে যেতে অস্বীকৃতি জানান। কাজিয়াতল গ্রামের আবদুল হাসেমের স্ত্রী তাহেরা বেগম (৩৫) ফরিদ মিয়ার স্ত্রী রোশনারা (২৫), হাফিজউদ্দিনের স্ত্রী রমুজা বেগম (৬০) জানান, দেলোয়ারার প্রতিবেশী সিরাজের পুত্র জাহাঙ্গীর (৩০) দেলোয়ারার বাজার খরচ করে দিত। ২১ আগসদ্ব জাহাঙ্গীরের সঙ্গে 'সম্পর্কেরi অজুহাতে তার ভাসুর খোরশেদ আলম দেলোয়ারাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেয়।

খোরশেদ আলমের স্ত্রী মাজেদা বেগম জানান, দেলোয়ারা রাগের মাথায় জাহাঙ্গীরকে তার স্বামী বলে দাবি করায় সমাজপতিদের নির্দেশে ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। গ্রামের মাতব্বর আবু তাহের (৪৫), নায়েব আলী (৫০), ফজলুল করিম মোল্ক্না (৬০), ছিদ্দিকুর রহমান মোল্ক্না (৪০) জানান, বিষয়টি সামাজিক বৈঠকে সমাধান করা হবে। তবে এক্ষেত্রে ধর্মীয় আলেম-ওলামাদের সিদব্দানস্ন কার্যকর হবে বলে জানান তারা। নায়েব আলী জানান, সমাজের ১০ জনের নির্দেশে দেলোয়ারার ঘরে তালা ঝুলানোর বিষয়টি সত্য না। কাজিয়াতল গ্রামের মাওলানা আবদুল করিম হাজী জানান, কাজিয়াতল গ্রামের ঐতিহ্য আছে।

ধর্মীয় অনুশাসনে এ গ্রাম চলে। শুনেছি দেলোয়ারাকে ইসলামী শরিয়া মোতাবেক ১০১টি দোররা মারা হবে এবং তওবা পড়িয়ে শুদব্দ করে তাকে ঘরে তোলা হবে। দেলোয়ারার ভাসুর খোরশেদ আলম, দেবর গিয়াস ও নজরুল জানান, তার ভাইয়ের স্ট্পী দেলোয়ারার অপকর্মের বিষয়টি এখন আর তাদের হাতে নেই তারা আরো জানান, সমাজপতিরা বাদ জুমা কাজিয়াতল প্রাথমিক বিদ্যালয় মাঠে সালিশ ডেকেছেন। আলেমরা বিষয়টি পর্যালোচনা করে রায় দেবেন। সমকালে প্রকাশিত আজকের একটি রিপোর্ট http://www.shamokal.com/details.php?nid=97309


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।