আমাদের কথা খুঁজে নিন

   

দেলোয়ারাকে ফতোয়াবাজদের হাত থেকে রক্ষার জন্য সোচ্চার হউন

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

দেলোয়ারা কিভাবে তার জীবন পরিচালিত করবে, কার সাথে তার সম্পর্ক থাকবে আর থাকবে না এ বিচারের দায়ভার একমাত্র তারই। ২০০২ এ স্বামীর মৃত্যুর পরে যতটুকু সম্পত্তি সে পেয়েছে তা কিভাবে ভোগদখল করবে, এটা একমাত্র তার বিবেচনার বিষয়, স্বাধীণতা। কিন্তু সম্পত্তি গ্রাস করতে উদ্যত আত্মীয়স্বজন ধর্মীয় ও লৌকিকতার ধুয়ো তুলো দেলোয়ারার জীবন দুর্বিসহ করে ফেলেছে। শাস্তির আয়োজন হয়েছে। সাধারণত এমন সব খবর আমরা শুনে থাকি ঘটনা ঘটার পরে।

দেলোয়ারার খবর একদম টাটকা। ব্লগার অনৃন্য সমকাল থেকে উদ্ধৃতি করেছে ব্লগে। আগামীকাল জুম্মার পরে কাজিতলা গ্রামের প্রাইমারী স্কুল মাঠে মোল্লাদের ফতোয়া অনুযায়ী দোররা মারার আয়োজন চলছে। জায়গাটি কুমিল্লার মুরাদনগরে। দারোয়া ইউনিয়নের একটা গ্রাম কাজিতলা বা কাজিয়াতল।

এই নিষ্ঠুর নির্যাতন সংগঠিত হতে দেয়া যায় না। মোল্লাদের ফতোয়া কিভাবে নিগৃহিত করছে গ্রামাঞ্চলের বিধবা ও নারীদের তার জ্বলন্ত প্রমান রাখা জরুরী। প্রশাসন হস্তক্ষেপ করলে তো ভাল নইলে আরো একটা রোমহর্ষক বিভৎসতার নজির স্থাপিত হবে। আমাদের দেশে প্রশাসনতো সব সময় ঘটনা ঘটার পরে গিয়ে উপস্থিত হয়। অথবা তাদের লেজ ধরে না টানলে সাধারণত টনক নড়ে না।

অনৃন্য জানালেন তার পরিচিত একজনকে তিনি পাঠিয়েছেন ঘটনা যাচাইয়ের জন্য। যদি সত্যি সত্যি এমন আয়োজন চূড়ান্ত হয়ে থাকে তবে আমি আগামীকাল কাজীতলা যেতে চাই। আপনাদেরও আমন্ত্রণ জানাচ্ছি। চলুন নারকীয় পাষবিকতা ঘটে যাবার আগেই তাকে প্রতিহত করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।