বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
আকাশেতে লক্ষ তারা,
চাঁদ কিন্তু একটা রে.....
এক ঘারমে দো পীর। হ্যাঁ এটা নাকি শুধু আজকের জন্য। মানে এক আকাশে দুই চাঁদ। তারা অনেক থাকে আকাশে কিন্তু চাঁদ থাকে একটাই মাত্র।
আমাদের বন্ধু মঙ্গল গ্রহটি আমাদের খুব কাছাকাছি এমন একটি পজিশনে আজ আসছে যে আমরা পৃথিবী থেকে চাঁদ ও মঙ্গলকে প্রায় পাশাপাশি দেখতে পাবো। আর আমাদের পিছন থেকে সূর্য্যমামা আলো দিয়ে ওদের আলোকিত করবে।
একটি ইমেইল পেলাম। সেইটা থেকেই এটা জানতে পারলাম। আজ নাকি মঙ্গল গ্রহ পৃথিবীর খুব কাছাকাছি আসবে।
পৃথিবী থেকে দুরত্ব হবে ৩৪.৬৫ মিলিয়ন মাইল। এবং এটা দেখা যাবে আজ (২৭শে অগাষ্ট, ০৮) রাত ১২.৩০ মিনিটে। আকাশে দুটিই দেখা যাবে একসাথে। আমি ব্যাক্তিগতভাবে দেখার চেষ্টা করবো। ছাদে থাকবো ঐ সময়ে।
জানিনা এ বিরল মুহুর্তটি উপভোগ করতে পারবো কিনা? এখানে উল্লেখ্য ঐ ইমেইলে বলা হয়েছে এই মুহুর্তটি আবার আসবে ২২৮৭ সালে। ততদিন কি বেঁচে থাকবো?
আপনারা যদি এই বিষয়ে কেউ ভালো জানেন তবে তথ্য দিয়ে মন্তব্য রাখবেন প্লিজ। কারণ আমি এই ব্যাপারে এখনও কোন লেখা পত্রপত্রিকায় পড়িনি। ব্যাপারটা কি সত্য? কেউ কি জানেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।